সুন্দরগঞ্জের গর্ব আরেফিন আজিজ সরদার সিন্টু – মানুষের আস্থার প্রতীক

IMG-20250906-WA0021

সুন্দরগঞ্জের গর্ব আরেফিন আজিজ সরদার সিন্টু – মানুষের আস্থার প্রতীক

বিদ্যুৎ চন্দ্র বর্মন, রিপোর্টারঃ

গাইবান্ধা-২৯ (সুন্দরগঞ্জ-১) আসনের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন আরেফিন আজিজ সরদার সিন্টু। তিনি সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মরহুম আজিজ সরদারের কনিষ্ঠ পুত্র। পারিবারিক রাজনৈতিক ঐতিহ্য ও নিজস্ব উদ্যোগী ব্যক্তিত্বের কারণে ইতিমধ্যেই সাধারণ মানুষের মধ্যে তার নাম আস্থার প্রতীক হয়ে উঠেছে।

আরেফিন আজিজ সরদার সিন্টু শুধু রাজনীতিতেই নয়, ব্যবসা-বাণিজ্য ও সামাজিক কর্মকাণ্ডেও সমানভাবে পরিচিত। তিনি প্রতিষ্ঠা করেছেন একাধিক সফল প্রতিষ্ঠান—
.সরোবর পার্ক অ্যান্ড রিসোর্ট
.সরোবর অটো ব্রিকস
.আরেফিন মিডিয়া
.খোদেজা এলপিজি গ্যাস
.আরেফিন কনস্ট্রাকশন

এই সব প্রতিষ্ঠানের মাধ্যমে তিনি শুধু কর্মসংস্থানই সৃষ্টি করেননি, বরং এলাকার অর্থনৈতিক উন্নয়নে রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান।

আরেফিন আজিজ সরদার সিন্টু সর্বস্তরের মানুষের কাছে পরিচিত একজন মানবতার ফেরিওয়ালা হিসেবে। সুখে-দুঃখে, সংকটে-দুর্যোগে তিনি সবসময় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন। অসহায় মানুষের ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া থেকে শুরু করে শিক্ষা ও চিকিৎসা সহায়তা প্রদান—প্রতিটি কাজেই তিনি নিজেকে মানুষের কল্যাণে নিয়োজিত রেখেছেন।

সুন্দরগঞ্জের ভবিষ্যৎ পরিকল্পনা, তিনি বিশ্বাস করেন, সুন্দরগঞ্জকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলাই তার প্রধান লক্ষ্য। এজন্য তার পরিকল্পনার মধ্যে রয়েছে—

কর্মসংস্থান ও শিল্প উন্নয়নের শীর্ষে,
আধুনিক অবকাঠামো গড়ে তোলা
অসহায় মানুষের পাশে নিয়মিত সহযোগিতা ও উপহার প্রদান
সুন্দরগঞ্জকে একটি উন্নত, সুশৃঙ্খল ও নিরাপদ অঞ্চলে রূপান্তর করা।

অহংকারহীন, সহজ-সরল এবং সবার কাছে প্রিয় এই মানুষটি সুন্দরগঞ্জবাসীর কাছে আজ আস্থার প্রতীক। রাজনৈতিক অঙ্গন হোক কিংবা সামাজিক জীবন—সর্বত্র তিনি সাধারণ মানুষের ভালোবাসায় ঘেরা। স্থানীয়রা মনে করেন, তার নেতৃত্বে সুন্দরগঞ্জ নতুন দিগন্তে পৌঁছাবে।

সুন্দরগঞ্জের মানুষের ভাষায়—
“আরেফিন আজিজ সরদার সিন্টু আমাদের গর্ব, আমাদের অহংকার, আমাদের ভবিষ্যতের আশার আলো।”

You may have missed