নরসিংদীর বেলাবতে ১৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার

1212121

bbcnews24bd.com

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর বেলাবতে ১৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার উপজেলার নারায়ণপুর ইউনিয়নের দড়িকান্দি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন-ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার কাঞ্চন মুড়ি গ্রামের মিজানুর রহমানের ছেলে মো. নাজমুল পাঠান ও একই গ্রামের আনোয়ারের ছেলে শাকিল পাঠান।

পুলিশ জানায়, শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পুলিশের একটি দল উপজেলার নারায়ণপুর ইউনিয়নের দড়িকান্দি এলাকায় ঢাকা সিলেট মহাসড়কে অভিযান চালায়। এ সময় মায়ের দোয়া বডি বিল্ডার্স নামে একটি গ্যারেজের সামনে থেকে একটি পিকআপ ভ্যানসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়। পরে পিকআপ ভ্যান তল্লাশি করে ১৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজিজুর রহমান  বলেন, দুইজন মাদক কারবারিকে ১৮ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। গ্রেপ্তারদের জব্দকৃত গাঁজাসহ আদালতে পাঠানো হয়েছে।