ডুমুরিয়া-রূদুরাকে সদর ইউনিয়নে অন্তর্ভুক্তির দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

Screenshot_2025_0615_231015

চট্টগ্রাম বিভাগীয় প্রধান আহমদ রেজা

আনোয়ারায় নাগরিক সেবা সহজীকরণের লক্ষ্যে ডুমুরিয়া ও রূদুরা গ্রামকে চাতরী ইউনিয়নের পরিবর্তে আনোয়ারা সদর ইউনিয়নের সঙ্গে অন্তর্ভুক্তির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
১৫ই জুন রবিবার সকাল ১০ ঘটিকায় উপজেলা পরিষদের সামনে ডুমুরিয়া-রূদুরা সর্বস্থরের জনসাধারণের বিভিন্ন ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে দুই গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, প্রশাসনিকভাবে ডুমুরিয়া ও রূদুরা গ্রাম চাতরী ইউনিয়নের অন্তর্ভুক্ত হলেও, বাস্তবিক যোগাযোগ, নাগরিক সেবা এবং জনদুর্ভোগের দিক বিবেচনায় এটি অযৌক্তিক। ভৌগোলিকভাবে দুই গ্রামই আনোয়ারা সদর ইউনিয়ন কার্যালয়ের খুব কাছাকাছি মাত্র ২০০ গজ দূরে। অথচ স্থানীয় বাসিন্দাদের নাগরিক সেবা নিতে প্রতিদিন প্রায় চার কিলোমিটার দূরের চাতরী ইউনিয়ন কার্যালয়ে যেতে হয়, যা একেবারেই অযৌক্তিক ও ভোগান্তিকর।

বক্তারা অভিযোগ করেন, এই অস্বাভাবিক প্রশাসনিক ব্যবস্থা যেন এখনো পাকিস্তান আমলের বিভাজন নীতিরই প্রতিচ্ছবি। তারা বলেন, ডুমুরিয়া ও রূদুরা গ্রামের মানুষ প্রতিদিন প্রশাসনিক দুর্ভোগে পড়ছেন। চাতরীর পরিবর্তে এই দুটি গ্রামকে যদি পার্শ্ববর্তী আনোয়ারা সদর ইউনিয়নের সঙ্গে অন্তর্ভুক্ত করা হয়, তাহলে নাগরিক সেবা গ্রহণ আরও সহজ হবে এবং বছরের পর বছর ধরে চলে আসা দুর্ভোগের অবসান ঘটবে।

মানববন্ধন শেষে এলাকাবাসীর পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তারের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়। এতে প্রশাসনিক পুনর্বিন্যাস করে ডুমুরিয়া ও রূদুরা গ্রামকে আনোয়ারা সদর ইউনিয়নের আওতায় আনার দাবি জানানো হয়।