খুলনায় দুই সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যা

FB_IMG_1706355833950~2

খুলনা ব্যুরো

খুলনায় দুই সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যা ঘটনা ঘটেছে। শনিবার (২৭ জানুয়ারি) ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া ইউনিয়নের কমলপুর গ্রামের এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন, ডুমুরিয়া উপজেলার কমলপুর গ্রামের মান্নান সরদারের স্ত্রী ডলি বেগম (৩৮), তার কন্যা ফাতেমা (৬) ও ৭ মাস বয়সী ছেলে ওমর।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার সকাল ৮ টা থেকে বেলা ১১ টার মধ্যে যে কোন সময়ে নিজ বাড়িতে পারিবারিক কলহের কারণে ডলি বেগম তার দুই সন্তানকে বালিশ চাপা দিয়ে হত্যা করে তিনি নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

খুলনার অতিরিক্ত পুলিশ সুপার মো. আসিফ ইকবাল বলেন, পুলিশ তিনজনের মরদের উদ্ধার করেছে। মা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। আর দুই সন্তানের মরদেহ পড়েছিল। ঘর আটকানো ছিল।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, ডলি বেগমের স্বামী চাকরি করেন। তিনি সকাল ৮টায় কাজে বেরিয়ে যান। বেলা ১১টার দিকে বাড়ি ফিরে বিষয়টি দেখতে পান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ডলি বেগম দুই সন্তানকে হত্যার পর নিজে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবে এ বিষয়ে তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে পরবর্তীতে সঠিক তথ্য জানানো যাবে