কুয়েটে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন বুধবার

KUET News_Orientation will be held on 27.09.23_26.09.2023


কুয়েটে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন বুধবার
 স্থানীয় বাড়ির মালিক ও থানাসমূহের প্রতিনিধিদের সাথে ভাইস-চ্যান্সেলর এর মতবিনিময় সভা অনুষ্ঠিত


খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এ ২০২২-২৩ শিক্ষাবর্ষে প্রথম বর্ষে বিএসসি ইঞ্জিনিয়ারিং, বিইউআরপি ও বিআর্ক কোর্সে ভর্তি হওয়া শিক্ষার্থীদের এ বিশ্ববিদ্যালয়ে শিক্ষাজীবন শুরু উপলক্ষ্যে ওরিয়েন্টেশন অনুষ্ঠান ২৭ সেপ্টেম্বর বুধবার সকাল ৯টায় বিশ^বিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের মুক্তমঞ্চে অনুষ্ঠিত হবে। ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার এর সভাপতিত্বে ওরিয়েন্টেশনে উপস্থিত থাকবেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সোবহান মিয়া, সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ সাইফুল ইসলাম, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ শাহজাহান, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ সাহিদুল ইসলাম, রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ আনিছুর রহমান ভূঞা ও পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. মোঃ আব্দুল মতিন। এছাড়াও, অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন ইনস্টিটিউট পরিচালকগণ, বিভাগীয় প্রধানগণ, পরিচালকগণ, প্রভোস্টগণ, শিক্ষকগণ, দপ্তর প্রধানগণ, নবাগত শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

নতুন শিক্ষার্থীদের নিরাপত্তা সংশ্লিস্ট বিষয়ে, কুয়েট সংলগ্ন ফুলবাড়ীগেট, খানাবাড়ী, তেলিগাতী, মহেশ^রপাশা, যোগীপোলসহ পার্শবর্তী যেসমস্ত এলাকায় কুয়েটের শিক্ষার্থীরা বসবাস করে সেই সমস্ত বাড়ির মালিক এবং খুলনা মেট্রোপলিটন পুলিশের খানজাহান আলী, আড়ংঘাটা ও দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেছেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার। ২৬ সেপ্টেম্বর মঙ্গলবার বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের প্রাশাসনিক ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সোবহান মিয়া, রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ আনিছুর রহমান ভূঞা, পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. মোঃ আব্দুল মতিন, নিরাপত্তা কমিটির সভাপতি প্রফেসর ড. খন্দকার মহাবুব হাসান, বিভিন্ন হলের প্রভোস্ট ও বিভিন্ন দপ্তরে কর্মরত সংশ্লিষ্ট কর্মকর্তাগণ