BBC News 24 bd এর প্রতি সর্বদা শ্রদ্ধা


কলমে, বিদ্যুৎ চন্দ্র বর্মন

(ডা. কাজি সোহেল রানাকে উৎসর্গ)

যখন ভরে গেছে মিথ্যার জাল,
খবর মানেই বিভ্রান্তির খেয়াল—
ঠিক তখনই আশার আলো হয়ে,
উঠলো এক নাম, সত্য বলয়ে।

BBC News 24 নামটি আজ,
নিয়ে এলো সত্যের সাজ।
ডা. কাজি সোহেল রানার দৃপ্ত নেতৃত্ব,
দিয়েছে সংবাদকে বিশ্বে মর্যাদাসূচক।

মতিঝিলের বুকে টাওয়ার খাড়া,
সংবাদ ছড়ায় সকাল-সন্ধ্যা-পাড়া।
জাতীয়, আন্তর্জাতিক সব খবর-খবরি,
তথ্য যাচাইয়ে পায় না কেউ ধরোরি।

সাংবাদিকেরা সত্যে জাগে,
তথ্যে-প্রমাণে কলমে লাগে।
নয় শুধু শিরোনামের খেলা,
তাদের কলমে উঠে জনতার বেলা।

বস্তুনিষ্ঠতায় এ সংবাদ যোদ্ধা,
গড়ছে গণমানুষের ভরসার সেতুটা।
কবিতা লেখে না, কিন্তু প্রতিটি শব্দ,
দেয় প্রতিবাদের, চেতনার রূপদ।

ডা. সোহেল বলেন হৃদয়ের কথা,
“সংবাদ হোক মানবতার ব্যাখা।
সত্য আর জনতার মুখপত্র হোক,
তথ্যের আলোয় জাগুক নির্ভীক লোক।”

দেশজোড়া নেটওয়ার্ক, তথ্যের বুনন,
বিশ্বমঞ্চেও রাখে তাদের ধ্বনি-টান।
দৃঢ় প্রতিশ্রুতি আর মানবিক দৃষ্টিভঙ্গি,
তাদের পা রাখে নির্ভরতাজনক সংগি।

পাঠকের ভালোবাসায় ভরে উঠুক,
BBC News 24 আরো অনেক দূর যাক।
সত্য-সংবাদের এ অগ্রযাত্রা চলুক,
জনতার পাশে তারা বরাবর থাকুক।