দীর্ঘ ৩৮ বছরের শিক্ষকতা জীবনের ইতি, সহকর্মী ও শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া

IMG_20251029_000407


রাব্বি হাসনাত ইমন,কানাইঘাট প্রতিনিধি:

গাছবাড়ী মডার্ন একাডেমির সহকারী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, হাজারো শিক্ষার্থীর প্রিয় ও শ্রদ্ধেয় শিক্ষক জনাব মো. আসাদুজ্জামান আর নেই।
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

দীর্ঘদিন কিডনি-জনিত সমস্যায় ভুগে আজ (মঙ্গলবার) সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৯ বছর।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, মৃত্যুর আগের দিনও তিনি নিয়মিত ক্লাস নিয়েছিলেন। শরীর খারাপ হলে বাসায় ফেরার পর সকালে অবস্থার অবনতি হলে তাঁকে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে ভর্তি করার কিছুক্ষণের মধ্যেই কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

জনাব আসাদুজ্জামান ১৯৮৭ সালের ১ জুলাই গাছবাড়ী মডার্ন একাডেমিতে শিক্ষকতা শুরু করেন। আসন্ন ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি ছিল তাঁর অবসরের নির্ধারিত তারিখ।
তিনি ১৯৬৬ সালের ১ মার্চ টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার আম্ভারিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।

আজ বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় তাঁর প্রথম জানাজা। এতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।
আগামীকাল তাঁর নিজ বাড়ি টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার আম্ভারিয়া গ্রামে দ্বিতীয় জানাজা শেষে মরদেহ দাফন করা হবে।

বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীরা গভীর শোক প্রকাশ করে বলেন,

“স্যার ছিলেন আমাদের প্রেরণার উৎস। তিনি যেমন শৃঙ্খলার প্রতীক ছিলেন, তেমনি ছিলেন স্নেহময় শিক্ষক। তাঁর চলে যাওয়া আমাদের জন্য এক অপূরণীয় ক্ষতি।”

বিদ্যালয় পরিবার মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।