মির্জাপুরে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা
মেহেদী হাসান বাপ্পি,মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের মির্জাপুর যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বাষির্কী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে মির্জাপুর নতুন বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে এই আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিধি হিসেবে বক্তব্য রাখেন এই আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী। এছাড়া প্রধান বক্তা হিসেবে ছিলেন টাঙ্গাইল জেলা যুবদলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম বাবু।
মির্জাপুর উপজেলা যুবদলের সাবেক আহবায়ক গোলাম মোস্তফা জীবনের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট আব্দুর রউফ, সাধারণ সম্পাদক খন্দকার সালাহ্ উদ্দিন আহমেদ আরিফ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম মহসীন প্রমুখসহ সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন ।
