নেএকোনায় ভারতীয় ৪০ বস্তা কম্বল সহ ৫ জন গ্রেপতার

সোহেল মিয়া
নেত্রকোনা জেলা প্রতিনিধি

নেত্রকোনাতে পুলিশের অভিযানে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধ পথে নিয়ে আসার সময় প্রায় ৪০ টি বস্তা  ভারতীয় কম্বলসহ ৫ জন  চোরাকারবারীকে আটক করেছে বারহাট্টা থানার ইনচার্জ এর নির্দেশে এস আই আসাদুজ্জামান ও এসআই মুহাই মিনুল ইসলাম লিমনের যৌথ টিম নাম নিয়ে  অভিযান করা হয়।  শেষে ট্রাক ও কম্বল বারহাট্টা থানায় নেওয়া হয়।
৬ জানুয়ারী আনুমানিক  ভোর ৬ টার দিকে বারহাট্টা উপজেলার  দশধার বাজারের ব্রিজের    সামনে থেকে একটি ট্রাক গাড়ি তল্লাশী করে প্রায় ৪০ বস্তা  ভারতীয় কম্বল উদ্বার করা হয়। এ সময় একটি ট্রাকসহ ৫ জনকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা  হচ্ছে নেত্রকোনা সদর উপজেলা চকপাড়া বাসিন্দা মোঃ কামাল মিয়ার ছেলে বাচ্চু মিয়া, ফজলু মিয়ার ছেলে জনি, সবুজ মিয়ার ছেলে রুকন,মৃত.শাহ আলমের ছেলে সোলেমান,আমিনুল ইসলামের ছেলে আকাশ।
গ্রেফটারকৃতদের সুত্রে জানা যায় যে,দূর্গাপুর উপজেলার তেরিবাজার মোড় হতে ময়মনসিংহ যাওয়ার উদ্দেশ্য ট্রাক নাজিরপুর হয়ে কলমাকান্দা উপজেলায় হয়ে৷ আসার সময় বারহাট্টা  দশধার নামক স্থানে পুলিশ আটক করে।