ভান্ডারকোট ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও নির্বাচন সম্পন্ন।
ফাহিম ইসলাম, খুলনা, বিশেষ প্রতিনিধিঃ
বটিয়াঘাটা উপজেলার ৫নং ভান্ডারকোট ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও নির্বাচন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সুচনা হয়
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি, বর্তমান খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও দাকোপ-বটিয়াঘাটা সাংগঠনিক প্রধান, খুলনা-১ আসনের মনোনয়ন প্রত্যাশী মোঃ তৈয়বুর রহমান।
প্রধান বক্তা ছিলেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ শামীম কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির সদস্য মোঃ সুলতান মাহমুদ, মনিরুজ্জামান লেলিন, বটিয়াঘাটা উপজেলা বিএনপির সদস্য সচিব খন্দকার ফারুক হোসেন, দপ্তর সম্পাদক শেখ মাসুদুজ্জামান। উদ্বোধক ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক মোঃ এজাজুর রহমান শামীম।
সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ শফিকুজ্জামান মোলঙ্গী, এবং সঞ্চালনায় ছিলেন মোঃ কবির আকুঞ্জী।
প্রধান অতিথি মোঃ তৈয়বুর রহমান বলেন,
বিএনপি সবসময় জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে দলকে আরও সংগঠিত করতে হবে। আগামী জাতীয় নির্বাচনে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে আমরা ঐক্যবদ্ধভাবে অংশ নেব।”
তিনি আরও বলেন,
বটিয়াঘাটার জনগণ বরাবরই বিএনপির প্রতি আস্থাশীল। এই সম্মেলনের মধ্য দিয়ে নতুন নেতৃত্ব বিএনপির রাজনীতিতে প্রাণ সঞ্চার করবে বলে আমি বিশ্বাস করি।”
প্রধান বক্তা মোঃ শামীম কবির বলেন,
বিএনপি হচ্ছে জনগণের দল। দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় প্রত্যেক নেতাকর্মীকে সততা, ত্যাগ ও সাহসিকতার সঙ্গে এগিয়ে আসতে হবে। দমন-পীড়নের মধ্যেও আমরা নত হইনি, ভবিষ্যতেও হব না।”
তিনি আরও বলেন,
ভান্ডারকোট ইউনিয়নের এই সম্মেলন বিএনপির পুনর্জাগরণের প্রতীক। তরুণ প্রজন্মকে যুক্ত করে শক্তিশালী সাংগঠনিক ভিত্তি গড়ে তুলতে হবে।
বক্তারা আরো বলেন শেখ হাসিনা যতবার ক্ষমতায় এসেছে ততবারই জিয়াউর রহমানের নাম মুছে ফেলার চেষ্টা করেছে। জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে নাম কোটি টাকা খরচ করে পরিবর্তন করছে। জিয়াউর রহমানের নাম মুছে ফেলা এত সহজ না, সৌদি আরবের মাটিতে জিয়াউর রহমানের নাম নিম গাছ, জিয়া গাছ নামে সারা পৃথিবীর মানুষের কাছে পরিচিত, তাই এক জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করলেই জিয়াউর রহমানের নাম মুছে ফেলা যাবে না।
সম্মেলনে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
নির্বাচনে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন—
সভাপতি: মোঃ শফিকুজ্জামান মোলঙ্গী
সাধারণ সম্পাদক: কবির হোসেন আকুঞ্জী
সাংগঠনিক সম্পাদক: মোঃ জাকির হোসেন মোল্লা
