বিএনপির বিরুদ্ধে সকল ষড়যন্ত্রের দাঁত ভাঙ্গা জবাব দিতে যুবদল প্রস্তুত।
বিএনপির বিরুদ্ধে সকল ষড়যন্ত্রের দাঁত ভাঙ্গা জবাব দিতে যুবদল প্রস্তুত
মোঃ আবু সাইদ শওকত আলী,খুলনা বিভাগীয় প্রধানঃ
গৌরব ঐতিহ্য সংগ্রাম ও সাফল্যের সংগঠন যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৬ অক্টোবর) বিকেলে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ৯ নং মনোহরপুর ইউনিয়ন যুবদলের আয়োজনে সীমান্ত বাজারে এ আলোচনা ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
মনোহরপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক আইয়ুব আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা যুবদলের আহবায়ক রবিউল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক নুর আমিন বিশ্বাস, উপজেলা যুবদলের সদস্য সচিব আবুল বাশার তরিকুল সাদাত, যুগ্ম আহবায়ক উজ্জল ফারুক, এবিএম সোহাগ স্বপন, শামীম রেজা, মনোহরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কাউছার হোসেন, উপজেলা যুবদলের সদস্য মজিবুর রহমান প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়ন যুবদলের সদস্য সচিব হাসেম জোয়ার্দার।
বক্তারা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ ভোট উপহার দিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বিএনপির বিরুদ্ধে সকল ষড়যন্ত্রের মোকাবেলা করতে ও দাঁতভাঙ্গা জবাব দিতে যুবদল রাজপথে ছিলো আছে এবং থাকবে।
আগামী ২৭ তারিখে ঝিনাইদহ ও ২৮ তারিখ মঙ্গলবার শৈলকুপায় যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হবে। প্রতিষ্ঠা বার্ষিকী সফল ও স্বার্থক করতে দলে দলে যোগদান করতে নেতা কর্মীদের উদাত্ত আহ্বান জানান বক্তারা।
