কেন্দুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন।

IMG-20251022-WA0019

মোহাম্মদ সালাহ উদ্দিন, ময়মনসিংহ বিভাগের বিশেষ রিপোর্টারঃ

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার ঐতিহ্য বাহী প্রতিষ্ঠান মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে।

২২ অক্টোবর বুধবার সকালে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কেন্দুয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত হয়েছে। উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোহাম্মদ আবুল কাসেম এর সভাপতিত্বে আলোচনা সভা শুরু হয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দুয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ নাঈম উল হোসেন চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কেন্দুয়া উপজেলা শিক্ষা অফিসার মোঃ আফতাব উদ্দিন, উপ-সহকারী জন স্বাস্থ্য প্রকৌশলী মোঃ শাহাদাত হোসেন, উপজেলা দিনকালের উপজেলা প্রতিনিধিঃ মোহাম্মদ সালাহ উদ্দিন সালাম।

বক্তব্য রাখেন- কেন্দুয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সাকি প্রমুখ।
বক্তব্যে বক্তারা বলেন- আমরা প্রতি বছর এই দিনটি উদযাপন করি, প্রতি বছরের মতো কেন্দুয়া উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে সবাইকে হাত ধোয়ার ৬ বিষয় বুঝাতে চেষ্টা করছি। সকলের সহযোগিতা পেলে আগামী দিনগুলোতে আমার সংশ্লিষ্ট কর্মকর্তারা আরও কাজ করে এগিয়ে যাবেন। এই প্রতিষ্ঠানের কর্মকর্তা , শিক্ষক, শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে চেষ্টা করছি।
আলোচনা সভা শেষে হাত ধোয়া পদর্শনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অত্র প্রতিষ্ঠানের সভাপতি আবুল কাসেম নিজের হাত ধুয়ে প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীদের দেখান এবং মুখে বলে ৬ টি নিয়ম শিখতে বলেন।
৫৪২ শিক্ষার্থীদের মধ্যে থেকে ২ জন শিক্ষার্থী হাত ধুঁয়ার পদর্শনীতে অংশ নেন।