বগুড়ার গাবতলীতে মাদক ব্যবসায়ী,গরু চোরসহ আটক, ৪

মোঃ হোসেন আলী,বগুড়া জেলা প্রতিনিধি:
বগুড়া জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব জেদান মুসা পিপিএম মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায়, অফিসার ইনচার্জ আর সাহেবের তত্ত্বাবধানে গত ইংরেজি ২১/১০/১০২৫ তারিখ সাব – ইন্সপেক্টর মোঃ ইউসুফ আলীর নেতৃত্বে একটি অপারেশনাল টিম নাড়ুয়ামালা এলাকায় অভিযান পরিচালনা কালে নাড়ুমলা থেকে শুকানপুকুরগামী ব্রিজের উপর জনৈক মোঃ জহুরুল ইসলাম (৫০)পিতা-মৃত নফিজ উদ্দিন গ্রাম প্রথমারছেও থানা গাবতলী জেলা বগুড়া কে ১৬ পিস নিষিদ্ধ ঘোষিত ট্যাপেন্ডাডল ট্যাবলেট ও ৬ পুড়িয়া শুকনা গাজা, মাদক বিক্রয়ের নগদ টাকা ও মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত মোবাইল ফোন সহ গ্রেপ্তার করেন। সে দীর্ঘদিন যাবত এলাকার মাদকদ্রব্য বিক্রয়ের কথা স্বীকার করে। ইহা ছাড়াও গরু চুরি সংক্রান্ত মামলা নং১৫(১০)২৫ এর আসামী মোঃ সাজু মিয়া( ৩০) পিতা রেজাউল মিয়া গ্রাম পিরব বাজার অপর গরু চুরি সংক্রান্ত মামলার আসামি নুর ইসলাম ওরফে ফুলচান(৩৫)পিতা লুৎফর সরকার গ্রাম চালুনজাউদয় থানা শিবগঞ্জ জেলা বগুড়া দেরকে গরু চুরি করাকালীন গ্রেফতার করেন। অপর আসামী সোহেল ওরফে ঋতু (২৫)পিতা মৃত আমজাদ হোসেন গ্রাম নারুলি দক্ষিণপাড়া থানা সদর জেলা বগুড়াকে গাবতলী থানাধীন চকবুচাই নামক স্থানে ধর্তব্য অপরাধ সংগঠনকালে গ্রেপ্তার করেন। তাদের সবাইকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।