বাংলাদেশ প্রেসক্লাব লালমনিরহাট জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

IMG-20251020-WA0083

বাংলাদেশ প্রেসক্লাব লালমনিরহাট জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত


প্রদীপ কুমার রায়,ক্রাইম রিপোর্টার লালমনিরহাটঃ

রোববার (১৯ অক্টোবর) বিকাল ৩টায় লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ প্রেসক্লাব লালমনিরহাট জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।

সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ প্রেসক্লাব কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাংবাদিক নেতা ফরিদ খান। সভাপতিত্ব করেন রংপুর বিভাগীয় কমিটির সভাপতি এস. আর. শরিফুল ইসলাম রতন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, মজমুল হোসেন প্রামানিক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস ছালাম, শাহ আলী পরিবহনের চেয়ারম্যান ফরিদ হোসেন, লালমনিরহাট প্রেসক্লাবের আহবায়ক আনোয়ার হোসেন স্বপন, সদস্য সচিব তৌহিদুল ইসলাম লিটন, যমুনাটেলিভিশনের প্রতিনিধি আনিছুর রহমান লাডলা এবং একাত্তর টেলিভিশনের প্রতিনিধি মিলন পাটোয়ারী প্রমুখ।

এ সময় রংপুর বিভাগের ৮ জেলার বাংলাদেশ প্রেসক্লাবের সদস্য ও লালমনিরহাট জেলা কৃষক দলের আহবায়ক নুরনবী মোস্তফা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে লালমনিরহাট জেলার প্রয়াত ৯ সাংবাদিকের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।