আগুনের প্রতিধ্বনি

লেখক: মোঃ রাসেল আহমেদ, মদন, নেএকোনা
পনেরো দিনে পুড়েছে কত কিছু,
নদীর তীরে, শহরের কোণে, কারখানায়,
লঞ্চে, বিমানে, দোকানে, গুদামে,
আগুনের শিখা ছড়িয়ে পড়েছে,
নীরবে, নিঃশব্দে, আমাদের মাঝে।
শুধু ধোঁয়া নয়,
পুড়ে যাচ্ছে স্বপ্ন,
ভেঙে যাচ্ছে সংসার,
হাহাকার ছড়াচ্ছে চারদিকে,
কিন্তু প্রশ্ন রয়ে যাচ্ছে,
কেন? কী কারণে?
শুধু আগুন নয়,
এটি আমাদের অবহেলার প্রতিচ্ছবি,
অসতর্কতার, দুর্বলতার,
অথবা হয়তো,
অদৃশ্য হাতের খেলা।
কিন্তু আমরা কি জানি,
আগুনের শিখা কখনো নিভে যায় না,
এটি আমাদের স্মৃতিতে,
আমাদের হৃদয়ে,
চিরকাল জ্বলতে থাকে।
তাহলে, আসুন,
এই আগুনের প্রতিধ্বনি শুনে,
আমরা সচেতন হই,
দায়িত্বশীল হই,
যাতে ভবিষ্যতে,
আর কোনো আগুনের শিখা
আমাদের মাঝে না ছড়ায়।