ঢাকায় হামলার প্রতিবাদে মদনে জুলাইযোদ্ধাদের মানববন্ধন

মদন (নেত্রকোনা) প্রতিনিধি: মোঃ রাসেল আহমেদ
ঢাকায় জুলাই সনদ সংশোধন আন্দোলনে পুলিশি হামলার প্রতিবাদে নেত্রকোনার মদন উপজেলায় আজ শনিবার শান্তিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনের নেতৃত্ব দেন জুলাইযোদ্ধা মোঃ রোমান মিয়া, যিনি সরাসরি উপস্থিত ছিলেন। অন্যান্য জুলাইযোদ্ধারা মানববন্ধনে অংশগ্রহণ করেন।
মদন থানার আওতায় মোট ৫৩ জন জুলাইযোদ্ধা থাকলেও, আজকের মানববন্ধনে সরাসরি অংশগ্রহণ করেছেন ১৪–১৫ জন, যারা বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে ভর্তি। কেউ কেউ দীর্ঘদিন ধরে পঙ্গুত্ব বরণ করেছেন।
চিকিৎসাধীন বক্তাদের বক্তব্য
মানববন্ধনের সময়ে উপস্থিত না থাকলেও, আহত চিকিৎসাধীন জুলাইযোদ্ধাদের বক্তব্য সংবাদ সংস্থার মাধ্যমে প্রকাশ করা হয়েছে।
আল নূর মোহাম্মদ আয়াস বলেন—
“আমরা দীর্ঘ সময় ধরে শান্তিপূর্ণভাবে দাবি জানাচ্ছি, কিন্তু আমাদের ওপর অযথা হামলা চালানো হয়েছে। যারা শহীদ পরিবারের ও আহত জুলাইযোদ্ধাদের ক্ষতি করেছে, তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমরা কখনও পিছপা হব না। আমাদের লক্ষ্য স্পষ্ট—ন্যায্য দাবির প্রতি সরকারের মনোযোগ নিশ্চিত করা এবং যারা ইতিহাস বিকৃতির চেষ্টা করছে, তাদের প্রতিহত করা।”
কেন্দ্রীয় নেতা মুস্তাঈন বিল্লাহ হাবিবী বলেন—
“আমরা দেশের জন্য জীবন উৎসর্গ করেছি। শান্তিপূর্ণভাবে দাবি জানিয়েছি, কিন্তু হামলা হয়েছে। আমাদের ন্যায্য দাবিগুলো অবিলম্বে বাস্তবায়ন করতে হবে।”
আহত জুলাইযোদ্ধা মোহাম্মদ আশরাফুল আলম বলেন—
“আমরা শুধু ন্যায্য দাবির জন্য মানববন্ধনে অংশ নিতে চেয়েছিলাম। আমাদের ওপর হামলা করা হয়েছে, এটি গ্রহণযোগ্য নয়। আমাদের দাবির প্রতিফলন না হলে আন্দোলন অব্যাহত থাকবে।”
২৪শে গণঅভ্যুত্থানে আহত জুলাইযোদ্ধা মোঃ রোমান মিয়া বলেন,
“আমরা আহত হলেও আমাদের ন্যায্য দাবি পিছু হটব না। আজ আমরা এই মানববন্ধনের মাধ্যমে শান্তিপূর্ণভাবে আমাদের দাবিগুলো তুলে ধরছি।”
মানববন্ধনের মূল দাবিসমূহ
মানববন্ধনে জুলাইযোদ্ধারা তাদের মূল তিন দফা দাবি পুনর্ব্যক্ত করেছেন—
1️⃣ জুলাই সনদের যথাযথ সংশোধন ও স্বীকৃতি প্রদান।
2️⃣ ঢাকায় পুলিশি হামলার ঘটনায় দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা।
3️⃣ আহত জুলাইযোদ্ধাদের চিকিৎসা, পুনর্বাসন এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা।
বক্তারা আরও বলেন—
“যতদিন পর্যন্ত আমাদের ন্যায্য দাবি বাস্তবায়ন হবে না, আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাব।”