লালমনিরহাটে পুলিশের বিশেষ অভিযানে ১৯৫ বোতল ভারতীয় কফ সিরাপসহ মাদক কারবারি গ্রেফতার

IMG-20251019-WA0007

আরমান হোসেন রাজু,জেলা প্রতিনিধি লালমনিরহাট :


লালমনিরহাট জেলা পুলিশের বিশেষ অভিযানে ১৯৫ (একশত পঁচানব্বই) বোতল অবৈধ ভারতীয় মাদকদ্রব্য ESkuf Cough Syrup উদ্ধার করা হয়েছে। এ সময় এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে কালীগঞ্জ থানা পুলিশ।

সূত্রে জানা যায়, লালমনিরহাট জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ তরিকুল ইসলাম মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় কালীগঞ্জ থানা পুলিশ বৃহস্পতিবার (১৮ অক্টোবর ২০২৫) বিকেলে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডে, মোঃ হাসেন আলীর বসতবাড়ির সামনে কদমতলা ব্রীজের পূর্ব পার্শ্বে বাঁশঝাড় সংলগ্ন কাঁচা রাস্তার উপর থেকে মোঃ বিটুল মিয়া (২৯) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

এ সময় তার কাছ থেকে মাদক বহনে ব্যবহৃত দুটি মোটরসাইকেলসহ ১৯৫ বোতল অবৈধ ভারতীয় ESkuf কফ সিরাপ উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় আরও তিনজন সহযোগী কৌশলে পালিয়ে যায় বলে জানা গেছে।

পুলিশ জানায়, ধৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং পলাতক আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।