খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আবু তাহের হীরার ইন্তেকাল।

ফাহিম ইসলাম,খুলনা বিশেষ প্রতিনিধিঃ
খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আবু তাহের হীরা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার বিকেল ৩টার দিকে খুলনা আসার পথে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
জানা যায়, তিনি কয়রা-পাইকগাছা উপজেলায় দলীয় সমাবেশে অংশগ্রহণকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনায় পাঠানোর পরামর্শ দেন চিকিৎসকরা। খুলনায় আনার পথে বিকেল ৩টার দিকে তার মৃত্যু হয়।
মরহুমের জানাজা নামাজ এশার নামাজের পর বসুপাড়া কবরখানা মসজিদে অনুষ্ঠিত হয়। জানাজায় খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক তৈয়বুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রনু, সদস্য সচিব মান্নান মিস্ত্রি, যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির রুবেল, রফিকুল ইসলাম, মেহেদী হাসান বাবু জলমা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক জুম্মান মোড়ল, যুগ্ম আহবায়ক ফাহিম ইসলাম, সোহেল ৬নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি মনির হোসাইন সাধারণ সম্পাদক বাদল ইসলাম কাজলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতা-কর্মী অংশ নেন।
জেলা বিএনপির যুগ্ম আহবায়ক তৈয়বুর রহমান বলেন, “আবু তাহের হীরার মৃত্যুতে খুলনা বিএনপি গভীরভাবে শোকাহত। তিনি ছিলেন সৎ ও নিষ্ঠাবান একজন সংগঠক, যাকে হারানো আমাদের জন্য অপূরণীয় ক্ষতি।”
জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রনু বলেন, “হীরা আমার ছোট ভাইয়ের মতো ছিল। দলের দুঃসময়ে সে অনেক ত্যাগ স্বীকার করেছে, জেল-জুলুম সহ্য করেছে। আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন।”
আগামী শুক্রবার খুলনা জেলা বিএনপির দলীয় কার্যালয়ে মরহুম আবু তাহের হীরার রূহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। এছাড়া পরবর্তী শুক্রবার বুড়ো মৌলবীর দরগা মসজিদ ও এতিমখানায় এতিম শিশুদের খাবারের আয়োজন করা হয়েছে।