আগামী নির্বাচনের উপর দেশের অর্থনীতি এবং রাজনীতি নির্ভর করছে- ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

IMG-20251014-WA0025

মোঃ আনোয়ার হোসেন, নিজস্ব প্রতিনিধি:

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আগামী নির্বাচনের উপর দেশের অর্থনীতি এবং রাজনীতি নির্ভর করছে। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা গণতন্ত্র উত্তরণের একটা সুযোগ পেয়েছি। আমরা এখন মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে পারি, মুক্তভাবে কথা বলতে পারি।

মির্জা ফখরুল বলেন, বিগত স্বৈরাচারী আমলে সামগ্রিকভাবে বিএনপির নেতাকর্মীরা সবচেয়ে নির্যাতিত হয়েছেন। প্রায় ৬০ লক্ষ নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, ২০ হাজার নেতা কর্মীকে হত্যা করা হয়েছে, তিনজন এমপিসহ সতের’শ নেতা কর্মীকে গুম করা হয়েছে। যাদের এখনো কোনো হদিস পাওয়া যায়নি।

মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকালে ঠাকুরগাঁও জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে ঠাকুরগাঁও সদর উপজেলা ও রুহিয়া থনা বিএনপির বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আমাদের রাজনৈতিক কর্মী যারা আছেন এখন অন্তত রাতে ঘুমোতে পারছেন। আমার ঠাকুরগাঁওয়ের অনেক নেতাকর্মী দীর্ঘ ১৫ বছরে কারাগারে থেকেছেন এবং মিথ্যা মামলায় সাজা প্রাপ্ত হয়েছেন। আমাদের নেতা তারেক রহমানের নামে মিথ্যা মামলা দিয়ে তাকে দেশ থেকে নির্বাসিত করা হয়েছে। যার কারণে তিনি এখনো বাংলাদেশে ফিরতে পারছেন না।

গণতন্ত্র নিয়ে মির্জা ফখরুল বলেন, গণতন্ত্রের কোন বিকল্প নেই গণতন্ত্রের বিকল্প গণতন্ত্রই। সুতরাং গণতান্ত্রিক পদ্ধতিতেই আমাদের এ রাষ্ট্র গঠন করতে হবে। গণতন্ত্রের সবচেয়ে সৌন্দর্য হচ্ছে যেখানে অনেক মতামত থাকবে। সমস্ত মতামত গুলো এক হয়ে একটা জায়গায় এসে তবেই গণতন্ত্র বিকশিত হবে।

সংবাদ কর্মীদের নিয়ে তিনি বলেন, গণতন্ত্র রাষ্ট্রের একটা বড় খুঁটি হচ্ছে দেশের সংবাদ কর্মীরা। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে মুক্ত ভাবে কথা বলার আমরা স্বাধীনতা পেয়েছি। সময় এসেছে দেশের গণমাধ্যম কর্মীদের স্বাধীনভাবে সংবাদ পরিবেশন করার। তবে নিরপেক্ষতার সাথে প্রকৃত তথ্য উপস্থাপনের মাধ্যমে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার আহ্বান জানিয়েছেন তিনি।

জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিনের সভাপতিত্বে বর্ধিত সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী, সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরীফসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।