নেত্রকোনা কলমাকান্দা উপজেলায় পাঁচগাও ১৬ বোতল ভারতীয় মদ আটক করে (৩১বিজিবি) নেত্রকোনা।

IMG-20251014-WA0014

সারোয়ার পারভেজ বাবু,নেত্রকোনা জেলা প্রতিনিধি:


অধিনায়ক নেত্রকোনা ব‍্যাটিলিয়ন (৩১বিজিবি) এক প্রেস বিজ্ঞপির মাধ্যমে জানান ১৪ ই অক্টোবর রাত আনুমানিক ১২.৫ ঘটিকায় নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নেত্রকোন (৩১বিজিবি) এর অধিনস্থ পাচগাও বিওপির ০৬ সদস্যর একটি বিশেষ টহল দল কতৃত বিওপির দায়িত্ব পৃর্ণ এলাকার সীমান্ত পিলার ১১৮১/৫-এস হতে আনুমানিক ৩০০গজ বাংলাদেশের অভ‍্যন্তরে নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার ৮নং রংছাতি ইউনিয়নের সন্নাসীপাড়া নামক এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মালিক বিহীন অবস্থায় ভারতীয় মদ ব্লেন্ডারস প্রাইড -১৬ বোতল আটক করে।আটক কৃত মদ নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হবে।