বগুড়া শাজাহানপুরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে বিএনপি নেতা গুরুতর আহত।

IMG-20251014-WA0010

বগুড়া শাজাহানপুরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে বিএনপি নেতা গুরুতর আহত

মোঃ হোসেন আলী, বগুড়া জেলা প্রতিনিধি:

বগুড়া জেলার শাজাহানপুর উপজেলার গোহাইল ইউনিয়নের বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিএনপি নেতা মিজানুর রহমান মতিন গুরুতর আহত হয়েছেন।

ঘটনাটি ঘটে আজ সোমবার দুপুরে। প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় বিএনপি নেতা, গোহাইল ইউনিয়ন বিএনপির সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক ও যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এবং ২০১৬ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থী মিজানুর রহমান মতিন (৫০), পিতা মৃত জামাল উদ্দিন, সাং শালিকা— তাঁর পাওনা টাকা চাইতে গেলে বাকবিতণ্ডা শুরু হয়।

এ ঘটনায় একই এলাকার মুক্তার শেখ (৩৫), পিতা গোলাম রাব্বানী, সাং গোহাইল; বাচ্চু (৪০), পিতা মৃত লজিমুদ্দিন, সাং সানলা এবং ইমরান হোসেন (২৩), পিতা ফজলু, সাং খন্ডচিত্র— তাদের সঙ্গে মিজানুর রহমান মতিনের কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে।

সংঘর্ষের একপর্যায়ে মতিন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, টাকা লেনদেন নিয়ে বেশ কিছুদিন ধরেই দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। আজ বিষয়টি নিয়ে উত্তেজনা সৃষ্টি হলে তা সংঘর্ষে রূপ নেয়।

এ বিষয়ে শাজাহানপুর থানা পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং মামলার প্রস্তুতি চলছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।