রাজশাহীতে সওজ কর্মচারীদের কর্মবিরতি পালন

IMG-20251013-WA0018

সিহাব আলম সম্রাট
বিভাগীয় ব্যুরো চিফ, রাজশাহী

৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে এক ঘণ্টার কর্মবিরতি পালন করেছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ রাজশাহীর কর্মচারীরা। আজ সোমবার (১৩ অক্টোবর) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাজশাহী সড়ক ও জনপথ অফিস চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।

কর্মচারীদের দাবিগুলোর মধ্যে রয়েছে—
১. ২৭ মামলার অন্তর্ভুক্ত কর্মচারীদের প্রথম যোগদানের তারিখ থেকে দ্রুত সময়ে পেনশন নীতিমালা চূড়ান্ত করা,
২. তৃতীয় ও চতুর্থ শ্রেণির নিয়মিত কর্মচারীদের স্থায়ী করা এবং দ্রুত পদোন্নতির ব্যবস্থা গ্রহণ,
৩. বয়স ও শিক্ষাগত যোগ্যতা শিথিল করে রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করা,
৪. মাস্টাররোল কর্মচারীদের নির্দিষ্ট কোডের আওতায় এনে মাসিক বেতন প্রদান ও দৈনিক মজুরি হার নির্ধারণ,
৫. দৈনিক সাময়িক শ্রমিক নীতিমালা ২০২৫–এ মাস্টাররোল কর্মচারীদের অন্তর্ভুক্তকরণ বন্ধ করা,
৬. কর্মচারীদের পদ সুনিশ্চিত করে ট্রেড ইউনিয়ন প্রতিনিধিদের সমন্বয়ে সাংগঠনিক কাঠামো পুনর্গঠন,
৭. উন্নয়ন প্রকল্পে কর্মরত কর্মচারীদের পূর্ণাঙ্গ ডাটাবেজ তৈরি করে রাজস্ব খাতে অন্তর্ভুক্তি এবং প্রকল্পে ভেন্ডারের মাধ্যমে গাড়ি ভাড়া বন্ধ।

কর্মবিরতি কর্মসূচিতে বাংলাদেশ সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দসহ বিভিন্ন স্তরের কর্মচারীরা অংশ নেন।

দাবিগুলো দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন সংগঠনের নেতারা।