কেন্দুয়ায় ভেটেরিনারি ফার্মেসি, মৎস্য ও পশুখাদ্য প্রতিষ্ঠানে অভিযান

IMG-20251013-WA0000

মোহাম্মদ সালাহ উদ্দিন, ময়মনসিংহ বিভাগের বিশেষ রিপোর্টারঃ

নেত্রকোণার কেন্দুয়া উপজেলার পৌর শহরে ভেটেরিনারি ফার্মেসি, মৎস্য ও পশুখাদ্য ব্যবসায়িক প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাঈম উল ইসলাম চৌধুরী ।

১১ অক্টোবর রবিবার বিকাল ৫টায় কেন্দুয়া পৌর শহরের সাউদপাড়া মোড় ও উপজেলা প্রাণিসম্পদ অফিস সংলগ্ন এ অভিযান পরিচালনা করেন ।

এ সময় উপস্থিত ছিলেন- কেন্দুয়া থানার এসআই ইমন সাহা ও তার সহকারী পুলিশ এবং সংশ্লিষ্ট কর্মকর্তা, কর্মচারীবৃন্দ ।

জানা গেছে- কেন্দুয়া পৌর শহরের সাউদপাড়া মোড়ের এস এম এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারীকে প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক প্রদানকৃত ফিড লাইসেন্স না থাকায় মৎস্য ও পশুখাদ্য আইন ২০১০ অনুসারে আইনের ৪ ধারা লঙ্ঘনে ২০ ধারায় ৫০০টাকা সতর্কতামূলক দণ্ড প্রদান করেন এবং সকল প্রতিষ্ঠানকে লাইসেন্স গ্রহণের নির্দেশনা ও ফিড দোকানসমূহের সভাপতিকে অবগত করা হয়েছে ।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হোয়াটসঅ্যাপে জানান- প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক প্রদানকৃত ফিড লাইসেন্স না থাকায় মৎস্য ও পশুখাদ্য আইন ২০১০ অনুসারে একটি প্রতিষ্ঠানকে আইনের ৪ধারা লঙ্ঘনে ২০ধারায় ৫০০টাকা সতর্কতামূলক দণ্ড প্রদান করা হয়েছে এবং সকল প্রতিষ্ঠানকে লাইসেন্স গ্রহণের নির্দেশনাসহ ফিড দোকানসমূহের সভাপতিকে অবগত করা হয়েছে ।

এদিকে কেন্দুয়া পৌরসভার পৌর সদরে উপজেলা পশু হাসপাতালের গেইটের সামনে ভেটেরিনারি ফার্মেসী গুলোর দোকান মালিকগন নির্বাহী ম্যাজিষ্টেট এর অভিযান চালাচ্ছেন কথা শুনে দোকান বন্ধ করে উধাও হয়ে যায়।

You may have missed