গাজীপুরে ঝুটের গুদামে আগুন
গাজীপুরে একটি ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বুধবার সকাল সাড়ে সাতটার দিকে মহানগরীর দেওলিয়াবাড়ি এলাকায় একটি গুদামে আগুনের সূত্রপাত। পরে সকাল নয়টার দিকে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে দুর্ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ওই গুদামের মালিক হলেন দেওয়ালিয়াবাড়ি এলাকার রাসেল হোসেন। আজ সকালে স্থানীয় লোকজন ওই গুদামে আগুনের শিখা দেখতে পান। এ সময় তাঁরা নিজেরাই আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হন। পরে খবর পেয়ে জয়দেবপুর, ডিবিএল ও কাশিমপুর ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে গুদামের অনেক মালামাল পুড়ে গেছে।
গুদামের মালিক রাসেল হোসেন বলেন, দুর্ঘটনার সময় তাঁর গুদাম বন্ধ ছিল। তখন সেখানে কোনো শ্রমিক ছিলেন না। গতকাল তিনি প্রায় ৬০ লাখ টাকার মালামাল গুদামে মজুত করেছিলেন। এ ছাড়া আগের কিছু মালামালও ছিল।
জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. তাশারফ হোসেন বলেন, এ দুর্ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।