নেত্রকোনা ২ আসনের মনোনয়ন প্রত‍্যাশী আরিফা জেসমিন ভোটারদের সাথে কুশল বিনিময়।

IMG-20251011-WA0033

সারোয়ার পারভেজ বাবু
নেত্রকোনা জেলা প্রতিনিধি:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজ নেত্রকোনা সদর ঠাকুরপাড়া ও কালীবাড়ি রোডে হিন্দু ভাই বোন দের সাথে কুশল বিনিময় ও ধানের শীষের জন্য ভোট প্রার্থনা করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটি র সদস্য আরিফা জেসমিন নাহীন তিনি ঘুরে ঘুরে প্রতিটা ভোটারের সাথে কুশল বিনিময় সহ তারেক রহমানের ৩১ দফা রাষ্ট মেরামতের রিফলেট তুলে দেন সেই সাথে তিনি আরও বলেন দল যদি আমাকে মনোনয়ন দেয় তাহলে আমি প্রতিটা শ্রেণি মানুষের পাশে থেকে কাজ করে যাব প্রতিটা ধর্মের মানুষ কে আমরা সহযোগিতা করে যাব বেকার সমস্যা সমাধান করার চেষ্টা করব তিনি আরও বলেন তারেক রহমানের দিক
নির্দেশনায় কাজ করে যাব দেশ ও জাতির উন্নয়নের জন্য
নেত্রকোনাকে উন্নয়নের রুল মডেল হিসেবে গড়ে তুলব আইনের শাসন প্রতিষ্টা করব রাস্তা ঘাট সহ ড্রেনেজ ব‍্যবস্তার করব দলবল নির্বিশেষে সবার উন্নয়ন মূলক কাজ করে যাব তিনি আরও আমার নিজের কোনো চাওয়া পাওয়া নেই আমার পরিবারের সবাই স্বাবলম্বি তাই আমার পরিবার নিয়ে ভাবনার কিছু নেই এখন যা কিছু করব আমার এলাকার জনগণের জন্য দেশের জন্য দলের নেতা কর্মিদের জন‍্য অসহায় নিপিড়িত মানুষের জন‍্য তাই আমার একটাই স্বপ্ন আমি যদি সংসদ সদস‍্য হতে পারি আমার নেতা আগামী দিনের রাষ্ট নায়ক জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন‍্য উনি যে নির্দেশনা দিবেন দলের জন‍্য দেশের জন‍্য জাতির জন‍্য সেই ভাবেই কাজ করে যাব ইনশাআল্লাহ তিনি আরও বলেন
বিগত আওমীলীগ ফেশিষ্ট সরকারের আমলে আমি আমার পরিবারের উপর অনেক অত‍্যাচার চালিয়েছে মিথ‍্যা মামলা দিয়ে হয়রাণি করেছে জেল কেটেছি রক্তাক্ত হয়েছি আমার বাসা চেম্মার কয়েক বার ভাংচুড় করেছে আগুন দিয়েছে এর পরেও দল ছেড়ে কোথাও পালিয়ে যাই নি রাজ পথে থেকে দলের জন‍্য জিয়া পরিবারের জন‍্য আন্দোলন করে গিয়েছি তাই আমি আমার বাকি জীবটা আমার প্রাণ প্রিয় সংঘটন বিএনপি ও জিয়া পরিবারের জন‍্য কাজ করে যাব