দারুল আমান ট্রাস্টের সাবেক চেয়ারম্যান আবুল হোসাইনের জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল।

IMG-20251011-WA0029

আব্দুল্লাহ আল মোমিন
পাবনা জেলা প্রতিনিধিঃ

পাবনা দারুল আমান ট্রাস্টের সাবেক চেয়ারম্যান,(প্রতিষ্টাতা সেক্টেটারী) মরহুম আলহাজ্ব আবুল হোসাইনের সৃতিচারণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়।

শনিবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় আলহাজ্ব আছির উদ্দিন সরদার অডিটোরিয়ামে মরহুম আবুল হোসেনের জীবন ও কর্ম শীর্ষক আলোচনা ও তার বিভিন্ন দিক আলোকপাত করা হয়।ট্রাষ্টের আয়োজনে দারুল আমান ট্রাষ্টের চেয়ারম্যান অধ্যাপক আবু তালেব মন্ডল এর সভাপতিত্বে ও ট্রাষ্টের সেক্টেটারী নেছার আহমেদ নান্নুর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের সাবেক ডীন, প্রখ্যাত শিক্ষাবিদ ড. প্রফেসর আবুল হাসেম।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর আবুল হাসেম বলেন, “আলহাজ্ব আবুল হোসাইন ছিলেন একাধারে একজন দূরদর্শী সংগঠক, নিবেদিত প্রাণ সমাজ সেবক এবং নির্লোভ নেতৃত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত। তাঁর সুদূর প্রসারী চিন্তা ও দায়িত্বশীল নেতৃত্বে দারুল আমান ট্রাস্ট যেমন প্রতিষ্ঠিত হয়েছে, তেমনি এ প্রতিষ্ঠানের মাধ্যমে বহু মানুষের ভাগ্য পরিবর্তনের পথ সুগম হয়েছে।”

তিনি আরও বলেন, “শিক্ষাক্ষেত্রে তাঁর অবদান ছিল নিঃসন্দেহে প্রশংসনীয়। সমাজের অবহেলিত ও দরিদ্র শ্রেণির মানুষের শিক্ষার সুযোগ নিশ্চিত করতে তিনি যে অগ্রণী ভূমিকা রেখেছেন, তা আজও আমাদের পথ দেখায়। তাঁর প্রতিষ্ঠিত নানা কার্যক্রমের মাধ্যমে অসংখ্য পরিবার স্বাবলম্বী হয়েছে, তরুণরা পেয়েছে আশার আলো।”

দারুল আমান ট্রাষ্টের সেক্টেটারী সৃতিচারণ করতে গিয়ে বলেন, “আজকের প্রজন্মের উচিত, এমন আদর্শবান ব্যক্তিদের জীবন থেকে শিক্ষা নেওয়া। আবুল হোসাইন যেমন ছিলেন নীরব বিপ্লবের কারিগর, তেমনি ছিলেন ভবিষ্যতের স্বপ্নদ্রষ্টা। তাঁর স্মৃতির প্রতি আমাদের এই শ্রদ্ধা জানানো শুধু আনুষ্ঠানিকতা নয়, বরং এটি আমাদের দায়বদ্ধতা—একজন মহান ব্যক্তির কর্মযজ্ঞকে মনে রাখা, সংরক্ষণ করা এবং তা থেকে অনুপ্রেরণা গ্রহণ করা। বক্তৃতার শেষাংশে তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর রেখে যাওয়া আদর্শ অনুসরণের আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে আলোচনা সভায় আরও বক্তব্য দেন ইসলামীয়া ফাজিল মাদ্রাসার প্রিন্সিপ্যাল হাফেজ মাওলানা ইকবাল হোসাইন, তিনি বলেন,আদর্শিক ভাবে রাসুল (সাঃ)কে অনুকরন করাটাই ছিলো মরহুম আবুল হোসাইনের বৈশিষ্ট। তিনি ছিলেন পাবনার রুপকার পাঁচ বারের সফল জাতীয় সংসদ সদস্য মরহুম মওলানা আব্দুস সোবহান( রঃ) এর সহযোগী যোদ্ধা, ও আমাদের প্রিয় অভিভাবক । এ সময় আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যাংকার মরহুমের বড় ছেলে মো. আক্তার হোসেন লেবু ও জামাতা অধ্যাপক মাওলানা আব্দুল গাফফার খান প্রমুখ।

অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন, ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যাক্ষ ও পাবনা পৌর জামায়াতের আমীর মাওলানা আব্দুল লতিফ, মরহুমের বড় জামাতা ও বিশিষ্ট ব্যাংকার মোঃ আব্দুল মতিন, মেয়ে মোছাঃ শিমুল, পাবনা কলেজের ভাইস প্রিন্সিপাল ও মরহুমের ছোট জামাতা রাশেদ হোসেন ফারুক রনি, পাবনা প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক নয়া দিগন্তের পাবনা জেলা প্রতিনিধি আলাউদ্দিন, দারুণ আমান ট্রাষ্টে প্রতিষ্ঠাকালীন সদস্য মাওলানা আব্দুর রউফ আনছারী, পুষ্প পাড়া কামিল মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল মাওলানা আশসাফ আলী, পাবনা ডিগ্রি কলেজর প্রিন্সিপাল আব্দুল খালেক, আলহাজ্ব আছির উদ্দিন সরদারের সুযোগ্য সন্তান রবিউল ইসলাম বাদসা, ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সদস্য মোঃ আশরাফুল আলম হেলাল, মরহুম আলহাজ্ব আবুল হোসাইনের কনিষ্ঠ পুত্র বিশিষ্ট ব্যাংকার পাবনা ইসলামি ব্যাংকের ম্যানেজার মোঃ সাজ্জাদুর রহমান, বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট হাতেম আলী, তারাবারিয়া মাদ্রাসার সাবেক শিক্ষক মাওলানা মোজাম্মেল হক।

এসময় আরো উপস্থিত ছিলেন পাবনা জেলা জামায়াতের নায়েবে আমীর ও আটঘরিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান আলহাজ্ব হযরত মাওলানা জহুরুল ইসলাম খান,
জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক এ এস এম আব্দুল্লাহ, বাংলাদেশ মুক্তি যোদ্ধা পরিষদের পাবনা জেলা সেক্রেটারি ডাক্তার এমএ সাত্তার বিলচলনী, ইসলামি ছাত্র শিবিরের পাবনা শহর শাখার সভাপতি মোঃ গোলাম রহমান জয়।

স্মৃতিচারণ ও আলোচনা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়।