কেন্দুয়া উপজেলা জাতীয়তাবাদী সমবায় দলের আহবায়ক কমিটি গঠন

মোহাম্মদ সালাহ উদ্দিন, ময়মনসিংহ বিভাগের বিশেষ রিপোর্টারঃ
নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দলের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
৮ অক্টোবর ২০২৫ সোমবার নেত্রকোণা জেলা জাতীয়তাবাদী সমবায় দলের আহ্বায়ক মোঃ হায়দার ও সদস্য সচিব মোঃ নজরুল ইসলাম যৌথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।
নতুন গঠিত কমিটিতে মোঃ আল-আমিন-কে আহ্বায়ক এবং মোঃ রাফিউল আলম- রাফিকে সদস্য সচিব করা হয়।
এছাড়া মোঃ রফিকুল ইসলাম পানজু সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও মোঃ আক্কাস মিয়া, মোঃ সালাউদ্দিন, মোঃ শহীদুজ্জামান, মোঃ খোকন মেম্বার, আলিমুল ভূইয়া, সাইকুল ইসলাম সবুজ, সোহানুর রহমান সুমন, মোঃ সুজন মিয়া, সাইদুর রহমান, হাসান আহম্মেদ, রহুল আমীন, লুতফুর রহমান, মোঃ শহীদ মিয়া এবং ইমরান হাসানকে যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব দিয়েছেন।
কমিটিতে মোঃ রুবেল মিয়া ও আহসান উল আহম্মদ লিংকনসহ ১৩কে সম্মানিত সদস্য রাখা হয়েছে।
জেলা আহ্বায়ক নজরুল ইসলাম জানান- “কেন্দুয়া উপজেলা কমিটি গঠনের মাধ্যমে তৃণমূল পর্যায়ে বিএনপি-সমর্থিত সমবায় আন্দোলনকে আরও গতিশীল করা হবে। দলীয় শৃঙ্খলা ও ঐক্যের মাধ্যমে এই সংগঠন মানুষের কল্যাণে কাজ করবে।”
উপজেলার আহ্বায়ক আল আমিন বলেন- দীর্ঘ ১৭ বছর আমি আওয়ামীলীগের শাসনামলে হামলা মামলার শিকার হয়েছি। বিএনপিকে মনেপ্রাণে ভালবেসে এসেছি জীবনের শেষ পর্যন্ত বিএনপির সাথে থাকতে চাই ,কেন্দুয়া উপজেলায় জাতীয়তাবাদী সমবায়ের দলকে শক্তিশালী সংগঠন হিসাবে গড়ে তোলতে চেষ্টা করব।
নবগঠিত কমিটির নেতারা বলেন- তারা দলের আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করবো এবং দেশে সমবায়ের মাধ্যমে সামাজিক উন্নয়ন ও অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করতে সচেষ্ট থাকবো।