নেত্রকোনা ব‍্যাটিলিয়ন (৩১বিজিবি) কতৃক সীমান্ত এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মালিকবিহিন অবস্থায় ৩৯ বোতল ভারতীয় মদ আটক।

IMG-20251009-WA0042


সারোয়ার পারভেজ বাবু, নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ

নেত্রকোনা ব‍্যাটিলিয়ন (৩১বিজিবি) অধিনায়ক এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান ০৮ বুধবার ২০২৫ রাত আনুমানিক ০৯ঘটিকায় নিজস্ব গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে নেত্রকোনা ব‍্যাটিলিয়ন (৩১বিজিবি) এর অধিনস্থ বিজয়পুর বিওপির ০৬ সদস্যর একটি বিশেষ টহল দল কতৃক বিওপির দায়িত্ব পৃর্ণ এলাকার সীমান্ত পিলারের ১১৪৮/৪ এস হতে আনুমানিক ২৫০গজ বাংলাদেশের অভ‍্যন্তরে নেত্রকোনা জেলার দূর্গাপুর উপজেলায় ১নং কুল্লাপাড়া ইউনিয়নের আড়াপারা নামক এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মালিকবিহিন অবস্থায় ভারতীয় এমসি ডোয়েলস ৩৭ বোতল ও রয়েল ষ্টেগ ০২ বোতল মদ আটক করা হয়।আটক কৃত মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নেত্রকোনাঋ জমা দেওয়া হবে।