ঝিনাইদহে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত।

IMG-20251007-WA0080

  ফনি ভূষন রায়, 

      ঝিনাইদহ প্রতিনিধিঃ
“একদিন তুমি পৃথিবী গড়েছো, আজ আমি স্বপ্ন গড়বো সযতেœ তোমার রাখবো আগলে” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহে আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৫ পালিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে জেলা সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক মোঃ আবদুল কাদের’র সভাপতিত্ব প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক অধ্যক্ষ কওছার আলী, আব্দুল মোমেন ও কামরুজ্জামান পিন্টু প্রমূখ।

বক্তাগণ বলেন, প্রবীণরা আমাদের সমাজ ও পরিবারের অভিজ্ঞতার ভান্ডার। তাঁদের প্রতি শ্রদ্ধা, যতœ ও মর্যাদা প্রদর্শন শুধু সামাজিক দায়িত্ব নয়, নৈতিক কর্তব্যও বটে। তাঁরা আরও বলেন, সরকারের পাশাপাশি সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে প্রবীণদের কল্যাণে এগিয়ে আসতে হবে। অনুষ্ঠানে জেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীগণ এবং প্রবীণ ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

     ফনি ভূষন রায় 

You may have missed