রংপুর সিটি নির্বাচন ভোট শুরু, চলবে সাড়ে ৪টা পর্যন্ত
রংপুর সিটি করপোরেশন নির্বাচনে ভোট গ্রহণ আজ মঙ্গলবার শুরু হয়েছে। সকাল সাড়ে আটটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত ভোট গ্রহণ হবে। ৪ লাখ ২৬ হাজার ৪৬৯ জন ভোটার ৯ জন মেয়র প্রার্থীর মধ্য থেকে একজনকে বেছে নেবেন।
সংরক্ষিত ১১টি ওয়ার্ডে ৬৮ জন ও ৩৩টি সাধারণ ওয়ার্ডে ১৮৩ জন কাউন্সিলর পদে এ নির্বাচনে অংশ নিচ্ছেন।
সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে র্যাব, বিজিবি, পুলিশ, আনসার নিয়ে চার স্তরের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। সেই সঙ্গে শান্তিশৃঙ্খলা রক্ষায় ৩৩টি ওয়ার্ডে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ ৪৯ জন নির্বাহী ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।
রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক আবদুল বাতেন বলেন, ২২৯টি ভোটকেন্দ্রের প্রতিটিতে ১৫ জন পুলিশ ও আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। ইতিমধ্যে রংপুর পুলিশ লাইনস স্কুল ও কলেজ মাঠ থেকে নির্বাচনের সামগ্রী প্রতিটি ভোটকেন্দ্রে পৌঁছে গেছে।
সিটি করপোরেশন সূত্রে জানা যায়, ২০১৭ সালে সিটি নির্বাচনে মাত্র একটি কেন্দ্রে ইভিএমে ভোট নেওয়া হয়েছিল। আর এবার ২২৯টি কেন্দ্রের সব কটিতেই ইভিএমে ভোট গ্রহণ করা হবে। রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন বলেন, প্রতিটি কেন্দ্রে যে পরিমাণ ইভিএম ব্যবহৃত হবে, তাঁর দ্বিগুণ ইভিএম প্রস্তুত রাখা হয়েছে। ইভিএমে সমস্যা হলে সেটি কেন্দ্রে থাকা টেকনিক্যাল লোকজন ঠিক করে দেবেন। সেই সঙ্গে নির্বাচনী স্বচ্ছতার জন্য পর্যবেক্ষণে প্রতিটি কেন্দ্রেই সিসিটিভি ক্যামেরা থাকবে।
আবদুল বাতেন বলেন, সকাল সাড়ে আটটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে। মোট ভোটার ৪ লাখ ২৬ হাজার ৪৬৯ জন। মেয়র পদে ৯ জন, সংরক্ষিত ১১টি ওয়ার্ডে ৬৮ জন ও ৩৩টি সাধারণ ওয়ার্ডে ১৮৩ জন কাউন্সিলর পদে নির্বাচনে অংশ নিচ্ছেন।
এদিকে সিটি নির্বাচন উপলক্ষে রংপুরে নির্বাচনী এলাকায় সরকারি-বেসরকারি অফিসে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।