কেন্দুয়ায় সান্দিকোণা ইউনিয়ন বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ

মোহাম্মদ সালাহ উদ্দিন, ময়মনসিংহ বিভাগের বিশেষ রিপোর্টারঃ
নেত্রকোণার কেন্দুয়া উপজেলার সান্দিকোনা ইউনিয়নে যুবদল, কৃষকদল ও ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে,এতে চারজনের অধিক আহত হয়েছেন।
০৪ অক্টোবর ২০২৫ ইং বিকাল ৩ ঘটিকার সময় কেন্দুয়া উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এক সংবাদ সন্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সন্মেলনে উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভুইঁয়া ও সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান ভুইঁয়া মজনুর সমন্বয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অভিযোগ করে বলেন- শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে ইউনিয়ন যুবদলের আহ্বায়ক হাবিবুর রহমান হাবুল স্থানীয় একটি কোচিং সেন্টারে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদ করলে তার ওপর হামলা চালানো হয়। খবর পেয়ে অন্যান্য নেতাকর্মীরা ছুটে গেলে তাদেরও মারধর করা হয়।
এ ঘটনায় যুবদল নেতা হাবিবুর রহমান হাবুল (৪০), কৃষকদল নেতা নবীজুল (৩৫), ছাত্রদল নেতা রয়েল মিয়া (২২) ও রামিম (২০) আহত হন। গুরুতর আহত হাবিবুর রহমান হাবুলকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যরা কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
কেন্দুয়া উপজেলা বিএনপি এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন কেন্দুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান ভুইঁয়া মজনু।
এসময় উপস্থিত ছিলেন- পৌর বিএনপির সভাপতি খোকন আহমেদ ডিলার, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান, সান্দিকোণা ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম, নওপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও কেন্দুয়া উপজেলা জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম এর সভাপতি মোহাম্মদ সালাহ উদ্দিন সালাম, কেন্দুয়া উপজেলা যুবদলের আহবায়ক মোঃ মাইন উদ্দিন, উপজেলা কৃষক দলের সভাপতি মাহবুবুর রহমান মহসিন, কেন্দুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল হাই সেলিম প্রমুখ।