আ.লীগের কমিটি
পদপ্রত্যাশীদের দৃষ্টি ফাঁকা পদের দিকে
আজ সোমবার সন্ধ্যায় গণভবনে নতুন কমিটির প্রথম সভাপতিমণ্ডলীর বৈঠক। সেখানে আলোচনার পর বাকি পদগুলো পূরণ করা হবে।
- কমিটিতে মোট পদ ৮১টি।
- নাম ঘোষিত হয়েছে ৪৮ পদে।
- পদ ফাঁকা রয়েছে ৩৩টি
- ক্ষমতাসীন আওয়ামী লীগের নতুন কমিটির গুরুত্বপূর্ণ প্রায় সব পদে নেতাদের নাম ঘোষণা হয়ে গেছে। বড় কোনো পরিবর্তন না থাকায় আগের কমিটির নেতাদের একাংশ আছে স্বস্তিতে। কেউ কেউ দীর্ঘদিন একই পদে থাকার পরও পদোন্নতি না হওয়ায় কিছুটা আশাহত। পদপ্রত্যাশী যাঁরা কমিটিতে স্থান পাননি, তাঁদের চোখ এখন ফাঁকা পদের দিকে।