শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নেত্রকোণায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও পুলিশ সুপার।

IMG-20251001-WA0060

মোঃ রাসেল আহমেদ
মদন,নেত্রকোনা প্রতিনিধিঃ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে নেত্রকোণার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বিভাগীয় কমিশনার ময়মনসিংহ জনাব মোঃ মোখতার আহমেদ, জেলা প্রশাসক জনাব মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান ও পুলিশ সুপার নেত্রকোণা জনাব মির্জা সায়েম মাহমুদ, পিপিএম।

গতকাল বুধবার (০১ অক্টোবর) রাতে নেত্রকোণা মডেল থানাধীন বিভিন্ন পূজামণ্ডপে তারা সরজমিনে উপস্থিত হয়ে পূজা উদযাপন পরিষদ ও পূজামণ্ডপ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সাথে নিরাপত্তা ব্যবস্থাপনা বিষয়ে খোঁজখবর নেন। পাশাপাশি সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন তারা।

এ সময় আরও উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ।

প্রশাসন ও পুলিশের এমন উদ্যোগে পূজা উদ্যাপনকে ঘিরে সর্বত্র আনন্দ ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।