অভিনব কায়দায় অটোরিকশা ও ইজিবাইক চুরি ও ছিনতাই।

IMG-20251001-WA0052

মোঃ হোসেন আলী, বগুড়া জেলা প্রতিনিধি:

স্ত্রী,দুগ্ধপোষ্য শিশু ও শালিকা কে যাত্রী সাজিয়ে অভিনব কায়দায় অটোরিকশা ও ইজিবাইক চুরি ও ছিনতাই চক্রের ৬ জন সক্রিয় সদস্য বগুড়া জেলার শাজাহানপুর থানা ও শেরপুর থানা পুলিশের যৌথ অভিযানে গ্রেফতার,চুরি যাওয়া অটো ইজিবাইক উদ্ধার এবং গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ*

এই চক্রের শীর্ষ অপরাধী সুলতান এর বিরুদ্ধে বিজ্ঞ আদালতে পূর্বের০৭( সাত) টি চুরি, ০৭(সাত)টি মাদক আইনের মামলা, একটি অস্ত্র মামলা সহ সর্বমোট ২০(বিশ)টি মামলা বিচারাধীন রয়েছে

মামলার বাদী
মোঃ মেহেদী হাসান আকন্দ (৩৭), পিতা- মৃত নবাব আলী আকন্দ, মাতা-মৃত হাসিনা খাতুন, সাং- নিজগ্রাম উত্তরপাড়া, থানা- গাবতলী, জেলা- বগুড়া একজন অটো মিশুকগাড়ী চালক। প্রতিদিনের ন্যায় ২৯/০৯/২০২৫ তারিখ রাত্রী অনুমান ০৮.০০ ঘটিকার সময় মোঃ মেহেদী হাসান আকন্দ বগুড়া সাতমাথা থেকে লোক নেয়ার জন্য তাহার অটো মিশুক গাড়ী নিয়ে দাড়িয়ে ছিল। তখন ০২ জন অজ্ঞাতনামা মহিলা ভাড়া মিটিয়ে আশেকপুর শাহপাড়া গ্রামের উদ্দেশ্যে রওনা করেন। যাওয়ার পথে ২৯/০৯/২০২৫ তারিখ রাত্রী অনুমান ০৮.৩৫ ঘটিকার সময় শাজাহানপুর থানাধীন আশেকপুর শাহপাড়া ঈদগাহ মাঠের সামনে পাকা রাস্তার উপর ০২ জন অজ্ঞাতনামা পুরুষ ব্যক্তি মিশুক গাড়ীর নিকট এসে গাড়ী থামায়। মিশুক গাড়ীর ড্রাইভারের সাথে তারা ধস্তাধস্তি করে চাবি নিয়া তাহাকে ধাক্কা দিয়ে ফেলে অটো মিশুক গাড়ী চুরি করিয়া নিয়া যায়।

পরবর্তীতে বাদী অজ্ঞাতনামা ০২ জন মহিলা ও অজ্ঞাতনামা পুরুষ চোরদের বিরুদ্ধে অটো মিশুকগাড়ী চালক মোঃ মেহেদী হাসান আকন্দ বাদী হয়ে মামলা দায়ের করলে শাজাহানপুর থানার মামলা নং-৩১, তাং-৩০/০৯/২০২৫ খ্রিঃ ধারা-৩৪১/৩৭৯ পেনাল কোড রুজু হয়। মামলা তদন্তকারী অফিসার এসআই (নিঃ) মোঃ আব্দুস সালাম সঙ্গীয় ফোর্সসহ এবং শেরপুর থানা পুলিশের সহযোগিতায়০১/০৯/২০২৫ তারিখ রাত্রীবেলা বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করিয়া ১। মোঃ সুলতান (৩৬), পিতা- মৃত আঃ রশিদ, ২। মোছাঃ মল্লিকা (২৬), স্বামী- মোঃ সুলতান, পিতা- মোঃ আব্দুল মজিদ, উভয় সাং- ডোমনপুকুর দেওয়ানপাড়া, ৩। মোঃ সুমন (২৫), পিতা- মোঃ নুর আলম, সাং- ডোমনপুকুর কারিগরপাড়া, ৪। মোঃ শহিদুল ইসলাম ওরফে সব্দুল (৪২), পিতা- মৃত নিয়ামতুল্লাহ ফকির, সাং- খাদাস হাটখোলাপাড়া, ৫। মোছাঃ সুমাইয়া বেগম (২২), স্বামী- নুরনবী, পিতা- মোঃ মোস্তাফিজুর রহমান মিলন, সাং- ডোমনপুকুর দেওয়ানপাড়া, ৬। মোঃ মাসুদ রানা (২২), পিতা- মৃত আজিমুদ্দিন, মাতা- মোছাঃ শান্তনা বেগম, সাং- শাকপালা গোয়ালগাড়ী, সর্ব থানা- শাজাহানপুর, জেলা- বগুড়াদের ধৃত করেন এবং তাহাদের হেফাজত হতে চোরাই অটো মিশুকগাড়ী উদ্ধার করা হয়।