রুহিয়ায় কারিগরের ব্যর্থতায় পূজার আগেই ধসে পড়লো প্রতিমা।

Screenshot_20250930_125013_WhatsApp

মোঃ আনোয়ার হোসেন, নিজস্ব প্রতিনিধি:

ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া বয়সের ভারে প্রতিমা কারিগরের ব্যর্থতার দায়ে সপ্তমী পূজার দিনে প্রতিমা তার নিজের রূপ বিসর্জন দিয়েছে। ঘটনাটি ঘটে, সোমবার (২৯ সেপ্টেম্বর) আনুমানিক রাত ৯টায় রুহিয়া থানাধীন ১৪ নং রাজাগাঁও ইউনিয়নের পাটিয়াডাঙ্গি বাজারের সর্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্দিরে। এ ঘটনায় মন্দির প্রাঙ্গণে উপস্থিত ভক্ত ও সেবকদের মাঝে চরম হতাশা ও উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে রুহিয়া থানা পুলিশ, ঠাকুরগাঁও জেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিরা ঘটনাস্থলে উপস্থিত হন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। স্থানীয় পূজারীরা জানান, অল্পের জন্য বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। তবে দীর্ঘ প্রস্তুতির পর এমন দুর্ভাগ্যজনক ঘটনা এলাকায় শোক ও ক্ষোভের পরিবেশ সৃষ্টি করেছে। পূজা উদযাপন কমিটির সভাপতি দেবেন্দ্রনাথ বলেন, আমরা প্রতিমা নির্মাণে স্থানীয় একজন অভিজ্ঞ কারিগর নিয়োগ দিয়েছিলাম। কিন্তু প্রতিমা শুকানোর পর খেয়াল করিনি ভিতরে কাঠামোগত সমস্যা রয়ে গেছে। পিছনে যদি দড়ি( রশি) দিয়ে একটা টানা বান দিত তবে আজ এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটত না। এটা একটা দুর্ঘটনা। প্রতিমার কারিগর রাজেন্দ্র চন্দ্র বর্মন বলেন, মূর্তির পিছনে দড়ি দিয়ে টানার ব্যবস্থা না থাকায় কাঁচা-বাঁশে পুরাতন ৫ ইঞ্চি সাইজের তারকাটা (জুলি) দিয়ে কাজ করা হয়েছে। ফলে বাঁশগুলো যখন শুকিয়ে যায় তখন ধীরে ধীরে তারকাটা গুলো লুজ (ঢিলে) হইতে থাকে, যার ফলে উপর থেকেই প্রতিমা নিচে ধসে পড়েছে। আমার দ্রুত এটি সংস্কারের ব্যবস্থা করতেছি।