আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৫ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

20250928_200931

মোঃ হোসেন আলী
, বগুড়া জেলা প্রতিনিধ:

জনাব মোঃ জেদান আল মুসা, পিপিএম, পুলিশ সুপার, বগুড়া মহোদয় উক্ত অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন।

সভাপতি মহোদয় তার বক্তব্যে সনাতন ধর্মাবলম্বীদের আসন্ন দুর্গাপূজা উদযাপনে শহরসহ প্রতিটি এলাকায় টহল জোরদার করা, পূজা চলাকালীন মন্ডপ ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা, এলাকায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা এবং সার্বিক আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়ে জেলা পুলিশ কর্তৃক প্রয়োজনীয় সকল পরিকল্পনা তুলে ধরেন। পূজামণ্ডপের সার্বিক নিরাসংক্রান্ত বিষয়ে বিস্তারিত শুনে, তাদেরকে সহযোগিতা করারও পূর্ণ আশ্বাস প্রদান করেন।

এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, থানার অফিসার ইনচার্জ, বগুড়া জেলার বিভিন্ন পূজা মন্ডপের সভাপতি ও সেক্রেটারিসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।