এস বি এল মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের বহুতল ভবনের শুভ উদ্বোধন, এলাকা জুড়ে খুশি।

মোঃ আবু সাইদ শওকত আলী,
খুলনা বিভাগীয় প্রধান(২):
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাফদারপুর ইউনিয়নের বালিয়াডাঙ্গায় অবস্থিত এস বি এল মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের বহুতল ভবনের নির্মাণ কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কাজী হাসান ও দাতা তবিবার রহমান তোতা কোদাল দিয়ে মাটিতে কোপ দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্মাণ কাজের উদ্বোধন করেন। যাতে ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৩৩ লক্ষ টাকা।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাফদারপুর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা নূরুন্নবী, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও ইউনিয়ন সেক্রেটারি মাস্টার গোলাম মোস্তফা, ইউনিয়ন বিএনপির সভাপতি ফরিদ হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, সহকারী শিক্ষকবৃন্দ, কর্মচারী, সুধী সমাজের প্রতিনিধি এবং সচেতন নাগরিকবৃন্দ।
এ সময় বক্তারা বিদ্যালয়ের উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে বহুতল ভবন নির্মাণের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। এলাকার মানুষের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হওয়ায় তারা আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।