কেন্দুয়ায় সমিতির টাকা আত্মসাৎ করার অভিযোগে বিএনপির নেতার বাড়ীতে হামলা ভাংচুর ও লুটপাট

20250920_202254

মোহাম্মদ সালাহ উদ্দিন,ময়মনসিংহ বিভাগের বিশেষ রিপোর্টারঃ

নেত্রকোনার কেন্দুয়ায় সমিতির টাকা আত্মসাৎ করার অভিযোগে ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু সায়েম ভুঁইয়া আজাদ এর বাড়ীতে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করেন আওয়ামী লীগের চিহ্নিত নেতারা।

২০ সেপ্টেম্বর শনিবার দুপুর ১২ঘটিকার সময় নেত্রকোনার কেন্দুয়া উপজেলার চিরাং ইউনিয়নের চিথোলিয়া গ্রামের আওয়ামী লীগের নেতা হিরনগং এবং ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু সায়েম ভুঁইয়া আজাদগং এর মধ্যে এ ঘটনা ঘটে।

সরেজমিনে গিয়ে জানা যায়- চিথোলিয়া গ্রামের “মৌজা চিথোলিয়া সমাজকল্যাণ উন্নয়ন সমিতি” এর সাবেক সভাপতি মোঃ আতাউর রহমান এবং সাধারণ সম্পাদক মোঃ হিরণ মিয়ার মধ্যে আজ সমিতির আয়-ব্যয়ের হিসাব নিকাশ কষতে গেলে অন্যান্য সদস্যদের সঙ্গে তর্ক-বিতর্ক হয়। হিরন মিয়া মিটিং থেকে উঠে আসার সময় সদস্যরা এলোপাতারি বকাঝকা শুরু করলে রাগে বশবতী হয়ে তার কইপথ চেষ্টা করেন এবং তাদের মধ্যে হাতাহাতি হয়। হিরন মোটরসাইকেল যোগে বাড়ির দিকে রওনা দিয়ে বাড়িতে চলে যায়। বাড়িতে এসে তার গোষ্ঠীর লোকজনকে জানালে গোষ্ঠীর লোকজন আজাদের বাড়িতে অতর্কিত হামলা চালিয়ে বাড়ি ঘর ভাংচুর ও লুটপাট করে । এই হামলায় আবু সায়েম ভুঁইয়া আজাদ সহ পাঁচজন আহত হন। আহতদের চিকিৎসা নেওয়ার উদ্দেশ্য রওনা হইলে আজাদের লোকজন পাল্টা আক্রমণ করতে চেষ্টা করে। ঐসময় পুলিশ এসে হাজির হন,এবং তাদের ফিরাইয়া নেয়।

তাদের মধ্যে আজাদ সহ দুজন গুরুতর আহত হওয়ায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করে এবং অন্য তিনজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন- সমিতির  সাবেক সভাপতি/সম্পাদক দীর্ঘদিন ধরে সমিতির টাকা আত্মসাৎ করে আসছেন। বিষয়টি প্রকাশ পাওয়ায় সমিতির সভাপতি/ সম্পাদকের কাছে আয়-ব্যায়ের হিসাব চাওয়াতে তারা ক্ষীপ্ত হয়ে প্রতিপক্ষ আজাদের বসত বাড়িতে হামলা চালায়। আজাদ এর লোকজন পাল্টা আক্রমণ করতে চেষ্টা করলে খবর পেয়ে স্থানীয় নেতৃবৃন্দ,গণ্যমান্য ব্যক্তিবর্গ ও কেন্দুয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এ বিষয়ে সমিতির সাবেক সম্পাদক হিরন এর সাথে কথা বলে জানা যায়- তিনি বলেন- আমি এই সমিতির সাধারণ সম্পাদক হয়ে প্রায় এককোটি টাকার কাজ করেছি। অর্থ আত্বসাৎ প্রসংগে বলেন- আমরা এখান থেকে একটাকাও ব্যক্তিগত খরচ করিনি। সকল কাজের বাউচার আছে, ডিডির কাছে সব জমা দিয়েছি।
 
সমাজসেবা কর্মকর্তা ইউনুস আলী জানান- চিথোলিয়া মৌজা সমাজকল্যাণ উন্নয়ন সমিতির উদ্যোগে কিছু রাস্তা নির্মাণের বিষয়ে সাবেক সভাপতি ও সম্পাদকের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ করেন সমিতির অন্যান্য সদস্যরা। আজ উপজেলা সমাজসেবা কার্যালয়ের পক্ষে সরেজমিনে তদন্তে যায়। পরে,জানতে পারি দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে।

 পুলিশের কর্মকর্তা (ওসি তদন্ত) মিহির রঞ্জন দেব বলেন- খবর পেয়ে আমি সহ কেন্দুয়া থানা পুলিশের অন্যান্য সদস্য ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার চেষ্ঠা করি। পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্যঃ “মৌজা চিথোলিয়া সমাজকল্যাণ উন্নয়ন সমিতি”র আওতায় ৩৮ একর জমি প্রতিবছর লিজ দিয়ে থাকেন। এই সমিতির লাভ হয় প্রায় এক কোটি টাকা। এ নিয়ে কয়েক দফায় চারটি খুন হয়ে প্রায় ১৩ টি মামলা রেকর্ড হয়।