মোড়েলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসার অভিভাবক সদস্য নির্বাচনে বিপুল ভোটে জয়ী রেজাউল করিম।

20250918_231836


মোহাম্মদ ফিরোজ আহমেদ,
মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি:

বাগেরহাটের মোড়েলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসার গভর্নিং বডির অভিভাবক সদস্য নির্বাচন সম্পন্ন হয়েছে। ১৮ সেপ্টেম্বর ২০২৫ (বৃহস্পতিবার) সকাল ১০ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে টানা বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ চলে । অভিভাবক সদস্য পদে বিপুল ভোটে মোঃ রেজাউল করিম ১২১ পেয়ে জয়লাভ করেন । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আঃ মালেক সুমন ৪৭ ভোট পেয়েছেন। এইচ এম মইনুল ইসলাম ৪৪ ভোট পেয়েছেন। নির্বাচন পরিচালনার দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং কর্মকর্তা মোরেলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শহিদুল ইসলাম ফলাফল ঘোষণা করেন।

তিনি বলেন নির্বাচনে ৪৪৬ জন ভোটারের মধ্যে ২২১ টি ভোট কাস্ট হয়। এর মধ্যে মোঃ রেজাউল করিম ১২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আঃ মালেক সুমন ৪৭ ভোট পেয়েছেন। এদিকে ভোটকে কেন্দ্র করে মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় দিনভর বিপুল উৎসাহ উদ্দিপনা নিয়ে ভোটাররা ভোট কেন্দ্রে ভোট দিতে আসেন। এদের মধ্যে নারী ভোটারদের উপস্থিতি ছিল লক্ষণীয় । এর আগে ৮ জন প্রার্থী মনোনয়ন জমা দেন। তারমধ্যে ৩ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেন।
আলিম,ফাজিল ওকামিল স্তরে অভিভাবক সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মাহবুবুর রহমান ও আবু হানিফ নির্বাচিত হন ।

অভিভাবক সদস্য পদে বিপুল ভোটে নির্বাচিত হয়ে মোঃ রেজাউল করিম বলেন মাদ্রাসার উন্নয়নে আমি কাজ করবো এবং সুখে দুখে আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ।