অসহায় নারীকে ঘর নির্মাণ ও দুস্থ নারীদের খাদ্যসামগ্রী পৌঁছে দিয়ে দৃষ্টান্ত স্হাপন করলো।

20250918_194505

মোঃ আবু সাইদ শওকত আলী ,
খুলনা বিভাগীয় প্রধান(২):


ঝিনাইদহ সদর উপজেলার ১৭ নং নলডাঙ্গা ইউনিয়নের খেদাপাড়া গ্রামে বৃহস্পতিবার বিকালে অসহায় তোফিরন নামের এক মায়ের পাশে দাঁড়িয়েছে স্থানীয় জামায়াত নেতারা। ঘর নির্মাণের জন্য টিন এবং খাওয়ার জন্য চাউল, ডাল, তেল, লবণ, আলু, পেঁয়াজ, রসুনসহ এক ব্যাগ বাজার তুলে দেন তারা। পাশাপাশি সেই মায়ের কুড়ে ঘরটি জন দিয়ে মেরামত করে দেওয়ার উদ্যোগ নেন তারা।

শুধু তাই নয়, একই ইউনিয়নের ৬নং ওয়ার্ডের শ্রীমন্তপুর, নলডাঙ্গা ও দুর্গাপুর গ্রামের আরও কয়েকজন দুস্থ নারীর হাতে বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দেন জামায়াত নেতারা।

এ সময় উপস্থিত ছিলেন নলডাঙ্গা ইউনিয়ন পরিষদের জামায়াত মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী আলম হোসেন, ইউনিয়ন জামায়াতের সহকারী সেক্রেটারি তাইজুল ইসলাম, ইউনিয়ন যুব বিভাগের সভাপতি বিল্লাল হোসেন, ৬নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী বাবলুর রহমান, এলাকার বিশিষ্ট ব্যবসায়ী বাবুল হোসেনসহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ।

চেয়ারম্যান প্রার্থী আলম হোসেন বলেন,আমরা রাজনীতি করি মানুষের কল্যাণের জন্য। এলাকার অসহায় মানুষদের মুখে হাসি ফোটানোই আমাদের দায়িত্ব। শুধু নির্বাচনের সময় নয়, সবসময়ই আমরা তাদের পাশে থাকবো।

ভুক্তভোগী তোফিরন আবেগভরা কণ্ঠে বলেন,আমার ঘর ভেঙে পড়ার মতো অবস্থা হয়েছিল। ঘরে বসে ভাবছিলাম আমি কোথায় থাকবো। আজ আল্লাহর রহমতে নলডাঙ্গা ইউনিয়নের জামায়াতের লোকজন আমার পাশে দাঁড়িয়েছে। আমার এই সহায়তা জীবনের জন্য অনেক বড় আশীর্বাদ।