সাংবাদিক ও স্বভাব কবি নিজাম জোয়ারদার বাবলুর শুভ জন্মদিনের শুভেচ্ছা।

মোঃ আবু সাইদ শওকত আলী,
খুলনা বিভাগীয় প্রধান(২):
ঝিনাইদহ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, এটিএন বাংলার ঝিনাইদহ জেলা প্রতিনিধি, স্বভাব কবি নিজাম জোয়ারদার বাবলু’র শুভ জন্মদিন আজ। তিনি এই দিনে কুষ্টিয়ার কুমারখালী থানার খোরদো ভালুকা গ্রামে নানা মৃত আব্দুল হামিদ মোল্লার বাড়িতে জন্ম গ্রহণ করেন। ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মহেশপুর (গাড়াগঞ্জ) গ্রামের মৃত নেহাল উদ্দীন জোয়ারদার ও মাতা মৃত রিজিয়া খাতুন’র বড় ছেলে তিনি । নিজাম জোয়ারদার বাবলু ১৯৭৮ সাল থেকে সাংবাদিকতার সাথে জড়িত। যশোর থেকে প্রকাশিত ‘দৈনিক ঠিকানা’ পত্রিকা দিয়ে তিনি সাংবাদিকতায় ঠিকানা তৈরি করেন । এরপর খুলনা থেকে প্রকাশিত “দৈনিক জন্মভূমি,” কুষ্টিয়া থেকে প্রকাশিত “দৈনিক ইস্পাত”, ঢাকা থেকে প্রকাশিত “দৈনিক খবর” “দৈনিক গণজাগরণ”, “দৈনিক দিনকাল”, ” দৈনিক ইনকিলাব” পত্রিকায় থানা ও জেলা প্রতিনিধি হিসেবে কাজ করেন।
১৯৯১ সালে সাংবাদিকতা জগতে নতুন ধারা নিয়ে আসে কাজী শাহেদ আহমেদ সম্পাদিত ‘দৈনিক আজকের কাগজ”। তিনি ১৯৯২ সালে ” দৈনিক আজকের কাগজ”র ঝিনাইদহ জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ প্রাপ্ত হন এবং ২০০৭ সালে কাগজটি বন্ধ হয়ে যাওয়া পর্যন্ত দায়িত্ব পালন করে যান। আজকের কাগজের মধ্যে দিয়েই নিজাম জোয়ারদার বাবলু মুলত সাংবাদিকতায় খ্যাতি পান। যা আজও তিনি জেলার একজন খ্যাতিমান সাংবাদিক হিসেবে সর্বমহলে পরিচিত।
দেশের প্রথম স্যাটেলাইট টেলিভিশন এটিএন বাংলা ২০০১ সালে যাত্রা শুরু করে। তিনি এটিএন বাংলার জেলা প্রতিনিধি হিসেবে ২০০১ সাল থেকেই কাজ শুরু করলেও ২০০৩ সালে ঝিনাইদহ জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ প্রাপ্ত হন। একই মালিকের ২৪ ঘন্টার নিউজ চ্যানেল এটিএন নিউজ ২০১০ সালে যাত্রা শুরু করলে তিনিই এ সংবাদ চ্যানেলটিরও ঝিনাইদহ জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পান।
নিজাম জোয়ারদার বাবলু নেশা থেকেই সাংবাদিকতাকে পেশা হিসেবে বেঁছে নিয়েছেন। দীর্ঘ ৪৫ বছর তিনি সাংবাদিকতার সাথে জড়িয়ে আছেন আষ্ট্রে পিষ্টে। তিনি একজন স্বাধীনচেতা সাদা মনের মানুষ। সংসার করলেও তিনি বৈরাগ্য জীবন যাপন করেছেন অনেকটা।
সংসার সামলানো, সন্তান মানুষ করা সহ সব দায়িত্ব যার কাঁধে তুলে দিয়েছেন তিনি হলেন গাড়াগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শরীফা খানম। তিনিই তার কাজে সহযোগিতা ও প্রেরণা জুগিয়ে আসছেন। স্ত্রী শরীফা খানমের আন্তরিক সহযোগিতা ছাড়া তিনি সাংবাদিকতায় টিকে থাকতে পারতেন না। নিজাম জোয়ারদার বাবলু ও শরীফা খানম দম্পতির একমাত্র কন্যা মৌসুমী জোয়ারদার লেখা পড়া শেষে ঢাকায় স্বামী ও ১ কন্যা সন্তান নিয়ে সংসার করছে।
তিনি ঝিনাইদহ প্রেস ক্লাবের ৭ বার নির্বাচিত সাবেক সাধারণ সম্পাদক।
করোনাকালীন মহামারীর সময়ে সাংবাদিকতার পাশাপাশি তিনি কবিতা লেখার দিকে বেশি ঝুঁকে পড়েন। তাঁর লেখায় ঘটে যাওয়া সমসাময়িক বিষয়ই বেশি উঠে আসে।
সাংবাদিক নিজাম জোয়ারদার বাবলুর শুভ জন্মদিনে “শৈলকুপা পরিক্রমার” পক্ষ থেকে নিরন্তর শুভেচ্ছা, শুভকামনা ও অভিনন্দন। আমরা তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।