সঠিক সময়ে নির্বাচন না হলে দেশের ভবিষ্যৎ অন্ধকারের দিকে : শামসুজ্জামান দুদু

IMG-20250916-WA0026

এস এম রেদ্বোয়ান, চুয়াডাঙ্গা বিশেষ প্রতিনিধি:

চুয়াডাঙ্গার মোমিনপুরে এক নির্বাচনী পথসভায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু সতর্ক করে বলেছেন—
“আগামীর নির্বাচন সঠিক সময়ে না হলে দেশের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে; গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব বড় ধরনের ঝুঁকিতে পড়বে।”

তিনি বলেন, গত ১৬ বছর ধরে ক্ষমতাসীনরা শুধু বিরোধী দল নয়, সাধারণ জনগণকেও অবদমিত করার নানামুখী উদ্যোগ নিয়েছে। এখন দেশি-বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে নতুন করে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা চলছে।

দুদু বলেন—
“এখন আর নিছক রাজনীতি নয়, এটা কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষের টিকে থাকার লড়াই। ধানের শীষের বিজয় নিশ্চিত করে তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানানো ছাড়া আমাদের বিকল্প নেই।”

তিনি আরও যোগ করেন—
“বিএনপি নেতাকর্মীদের ওপর অব্যাহত দমন-পীড়ন চলছে। তাই ঐক্যবদ্ধ প্রতিরোধই এখন একমাত্র পথ।”

পথসভায় দুদু স্পষ্ট করে জানান, নির্বাচনের সময়সূচি নিয়েই দেশ এখন বড় ধরনের রাজনৈতিক অনিশ্চয়তার মুখে। সময়মতো ভোট না হলে সংকট গভীরতর হবে।

এরপর তিনি আলমডাঙ্গার খাসককরা ইউনিয়নের বিভিন্ন স্থানে পথসভা করেন।
এসময় জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট ওয়াহেদুজ্জামান বুলা, আলমডাঙ্গা উপজেলা বিএনপি নেতা আসিরুল ইসলাম সেলিমসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।