আ.লীগের সম্মেলন নিয়ে বিএনপির আগ্রহ নেই: এমরান সালেহ
আওয়ামী লীগের জাতীয় সম্মেলন নিয়ে বিএনপির নেতা-কর্মীদের কোনো আগ্রহ নেই বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ। আজ শনিবার তিনি প্রথম আলোকে এ কথা বলেন।
আজ রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন চলছে। অন্যদিকে আওয়ামী লীগ সরকারের পদত্যাগ, দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীন জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানসহ ১০ দফা দাবিতে আজ ঢাকার বাইরে সারা দেশে গণমিছিলের কর্মসূচি রয়েছে বিএনপির।
এমরান সালেহ বলেন, বিএনপির কেন্দ্রীয় নেতারা গণমিছিলে অংশ নিতে ঢাকার বাইরে অবস্থান করছেন। সারা দেশে বিএনপির নেতা-কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে। ঢাকায় গতকাল শুক্রবার রাতে বিএনপির নেতা-কর্মীদের বাসায় অভিযান চালানো হয়েছে। নেতা-কর্মীরা গ্রেপ্তারের আতঙ্কে রয়েছেন। এমন অবস্থায় ক্ষমতাসীন দল সম্মেলন করছে। এই সম্মেলন নিয়ে বিএনপির কোনো আগ্রহ নেই।
আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে বিএনপির তিন নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু তাঁরা যাননি। তাঁরা বিএনপির গণমিছিল কর্মসূচিতে যোগ দিতে ঢাকার বাইরে গেছেন। তাঁরা হলেন—বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান ও আবদুল মঈন খান।
আজ সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দেখা যায়, সেখানে দলটির নেতা-কর্মীদের আনাগোনা কম। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতিও কম। কার্যালয়ের সামনের সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
বেলা ১১টার পর বিএনপির সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ, বিএনপির সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলামসহ কয়েকজন নেতা-কর্মী কেন্দ্রীয় কার্যালয়ে আসেন।
বিএনপির সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম অভিযোগ করে বলেন, আজ পিরোজপুর জেলায় বিএনপির কার্যালয়ে গণমিছিলের প্রস্তুতি নেওয়া হচ্ছিল। এ সময় সরকারি দলের নেতা-কর্মীরা হামলা চালিয়েছেন। এতে বিএনপির কয়েকজন নেতা-কর্মী আহত হয়েছেন।