কবিতা: শেষ পাতা

কবি: জান্নাতুল রহমান স্নেহা
প্রভূত কথা দিয়ে শুরু
লেখা বইয়ের পাতা,
ক্লেশ, হর্ষ নিয়ে পড়ু,
যেথায় লেখা দেদার কথা।
ভস্ম নাহি অল্প
ছিল যেথায় বহু গল্প ,
যতো ছিল স্বপ্ন, ছিল শান্তি সেখানেই নেই নিবৃত্তি।
নিয়তি সব করে আহার
মোরা শিকার হয়ে থাকি তার, অসংখ্য বন্ধনে মহা আনন্দময়, অকাল যুক্তি সে তো মোর কথা নয়…!!
বহুদিন বহু পথ দূরে
বহু ব্যায় গল্পের পাতা ঘুরে,
আর সময় নষ্ট কেন অযার্থা?
ইতি হল, বইয়ের শেষপাতা…।