আল্লাহতাআলা বলেছেন- লা ইকরা হা ফিদ দীনلا اكراه في الدين-

IMG-20250916-WA0000

আহমদ রেজা চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান

“ইসলামে জবরদস্তি বলপূর্বক নাই “- ইসলাম কেবল চাপমুক্ত আতংকমুক্ত ও হৃদয়ের স্বাধীন জ্ঞানগত সত্য উপলব্ধির বিষয় । সত্য চাপিয়ে দেয়ার বিষয় নয়।

ইসলামে আল্লাহ প্রাণাধিক প্রিয়নবী ছাড়া কেউ কারো জীবনের মালিক নয়।

কারো ব্যক্তিগত জীবনের উপর কেউ হস্তক্ষেপ করার অধিকার রাখে না। সবার জীবনের মালিক কেবল আল্লাহ।

প্রাণাধিক প্রিয়নবী রাহমাতাল্লিল আলামীন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।

এরপর আল্লাহ প্রাণাধিক প্রিয়নবীর পক্ষ থেকে যার জীবন তার, যার জীবনের মালিক সে নিজে।

মানুষের উপর কোনো মানুষের প্রভূত্ব মালিকানা উৎখাত করে মানজীবনকে মুক্ত স্বাধীন নিরাপদ গতিশীল করার শপথ ই কলেমার অন্যতম শপথ।

যার রূপায়ণ খেলাফতে ইনসানিয়াত মানবতার রাষ্ট্র ও মানবিক সমাজ, মানবিক সাম্যের জীবন ও জগত।

ইসলামের নামে ওয়াবিবাদ, সালাফিবাদ, শিয়াবাদ, মওদুদিবাদ, ইসলামের মৌলিক আকিদা আদর্শের সম্পূর্ণ বিপরীত কুফরি মতবাদ, আইয়ামে জাহেলিয়াতের হিংস্র পাশবিক জুলুম স্বৈরদস্যুতার ধারা এসব অধর্ম উগ্রবাদ জংগীবাদ সন্ত্রাসবাদ।

আল্লামাইমামহায়াত
বিশ্বসুন্নীআন্দোলন
বিশ্ব_ইনসানিয়াত বিপ্লব