খুলনা বিভাগীয় প্রেসক্লাবের বিভিন্ন জেলার কমিটি অনুমোদন

এস এম রেদ্বোয়ান, বিশেষ প্রতিনিধি: চুয়াডাঙ্গা অফিস
১৪ সেপ্টেম্বর ২০২৫, রোববার
খুলনা বিভাগীয় প্রেসক্লাবের বিভিন্ন জেলার নতুন কমিটি অনুমোদিত হয়েছে। এ উপলক্ষে রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১২টায় যশোরের কারবালা রোডে অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন খুলনা বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি মোঃ মতিয়ার রহমান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া জেলা শাখার সভাপতি পারভেজ মাজ মাদার। বিশেষ অতিথি ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আমিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঝিনাইদহ জেলা শাখার সভাপতি হামিদুজ্জামান জলিল। এ সময় কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক সোহেল খন্দকারসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
ঘোষিত কমিটিতে—
চুয়াডাঙ্গা জেলা সভাপতি: এস এম রেদওয়ান, সাধারণ সম্পাদক: মিসেস সুমি খাতুন
মাগুরা জেলা সভাপতি: জাফর আলী, সাধারণ সম্পাদক: বিশ্বজিৎ বসু
সাতক্ষীরা জেলা সভাপতি: সাগর হোসেন, সাধারণ সম্পাদক: জালামিন হোসেন
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোর সদর উপজেলা সভাপতি সোহরাব হোসেনসহ বিভিন্ন জেলার নেতৃবৃন্দ।
এ সময় চুয়াডাঙ্গা জেলা সভাপতি সাংবাদিক এস এম রেদওয়ান আহমেদ রিয়াদ বলেন—
“একজন সাংবাদিক সমাজের বিবেক। সাংবাদিকতা কারও ব্যক্তিগত স্বার্থে নয়, সমাজ ও দেশের কল্যাণে হতে হবে। এই সমাজে যারা অসহায় ও দরিদ্র, তাদের পাশে দাঁড়িয়ে উন্নয়নমূলক কথা বলা এবং অন্যায়-অবিচারের বিরুদ্ধে কলম ধরা—এটাই একজন প্রকৃত সাংবাদিকের কাজ।”
বক্তারা আশা প্রকাশ করেন, নবগঠিত এই কমিটি সাংবাদিক সমাজকে আরও ঐক্যবদ্ধ করবে এবং সমাজের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে।