সুন্দরগঞ্জের ছাইতানতলা বাজারে জননেতার গণসংযোগ, ব্যবসায়ীদের পাশে থাকার প্রতিশ্রুতি

সুন্দরগঞ্জের ছাইতানতলা বাজারে জননেতার গণসংযোগ, ব্যবসায়ীদের পাশে থাকার প্রতিশ্রুতি
বিদ্যুৎ চন্দ্র বর্মন, রিপোর্টারঃ
সুন্দরগঞ্জ উপজেলার ছাইতানতলা বাজারে গণসংযোগে অংশ নিয়ে স্থানীয় ব্যবসায়ী, শ্রমজীবী ও খেটে খাওয়া সাধারণ মানুষের পাশে থাকার দৃঢ় অঙ্গীকার করেছেন স্থানীয় জননেতা। রাজনৈতিক ব্যস্ততার কারণে সাম্প্রতিক সময়ে সরাসরি জনগণের সঙ্গে যোগাযোগ সীমিত থাকলেও, কিছুদিন পূর্বে অনুষ্ঠিত এ গণসংযোগে তিনি দীর্ঘ সময় ধরে মানুষের সঙ্গে মতবিনিময় করেন।
গণসংযোগকালে বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষ বাজার এলাকার জলাবদ্ধতা, অবকাঠামোগত সমস্যা, নিত্যপণ্যের বাজার ব্যবস্থাপনা ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন। স্থানীয়দের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন জননেতা এবং সাধ্যমতো প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।
ব্যবসায়ী মহলের পক্ষ থেকে বাজারে চাঁদাবাজি ও নৈরাজ্যের অভিযোগ উত্থাপন করা হলে তিনি দৃঢ় কণ্ঠে জানান— ছাইতানতলা বাজারে কোনো প্রকার চাঁদাবাজি বা নৈরাজ্য চলতে দেওয়া হবে না। প্রশাসনের মাধ্যমে বাজারে শৃঙ্খলা ও সুষ্ঠু ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি।
মানুষের কথা শোনা ও বোঝার ভিত্তিতেই উন্নয়নকে টেকসই করার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, “উন্নয়ন তখনই টেকসই হয়, যখন তা মানুষের সমস্যা ও চাহিদাকে কেন্দ্র করে বাস্তবায়িত হয়। এই গণসংযোগ আমার কাছে শুধু রাজনৈতিক কর্মসূচি নয়, এটি জনগণের প্রতি আমার দায়বদ্ধতার প্রকাশ।”
শেষে তিনি সুন্দরগঞ্জবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করেন এবং ভবিষ্যতেও জনগণের পাশে থেকে এলাকার সার্বিক উন্নয়ন ও কল্যাণে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।