ভোট জালিয়াতি, ভোট বর্জন করলেন ইনসানিয়াত বিপ্লবের তাহমিনা আক্তার

আহমদ রেজা চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান
জরুরি ঘোষণা!
আগে থেকে শিবির প্রার্থীর পক্ষে পুরন করা ব্যালট দিয়ে এবং বিভিন্ন কৌশলে জালিয়াতি করে শিবির প্রার্থীকে জিতিয়ে দেয়ার জন্য প্রহসণের ভোট গ্রহণ হচ্ছে বিধায় আমি তাহমিনা আক্তার (ব্যালট নং 10)ইনসানিয়াত বিপ্লব humanity revolution student front ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার পক্ষ থেকে ভিপি পদে প্রার্থীতা থেকে নিজেকে প্রত্যাহার করে এই ভূয়া নির্বাচন বর্জন ও বয়কট করলাম। শিবিরের প্রতি পক্ষপাতদুষ্ট ভিসি ও নির্বাচন সংশ্লিষ্ট সবার উপর অনাস্থা জ্ঞাপন করে তাদের পদত্যাগ দাবি করছি এবং বিচার বিভাগীয় তদন্তের দাবি জানাচ্ছি।
তাহমিনা আক্তার
(বিশ্ব ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্ট মনোনীত ডাকসু নির্বাচন ২০২৫ এ কেন্দ্রীয় ভিপি পদপ্রার্থী (ব্যালট নং:১০)