জামালপুরে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

মাসুদ রানা জামালপুর জেলা প্রতিনিধি
জামালপুর সদর উপজেলা বিএনপির সদস্য ও ৫ নং ইটাইল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আনোয়ার হোসেনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ও মানহানিকর অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালন করেছে স্থানীয় বিএনপি ও এলাকাবাসী।
মঙ্গলবার বিকালে সদর উপজেলার জাগরনী বাজারে ঘন্টাব্যাপী এ মানববন্ধনে বক্তব্য রাখেন, ইটাইল ইউনিয়ন জাতীয়তাবাদী উলামা দলের সাংগঠনিক সম্পাদক হামিদুল ইসলাম হামিদ, ওয়ার্ড বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক মোতালেব হোসেন, ওয়ার্ড সেচ্ছাসেবক দলের সভাপতি মো. এরশাদ আলম, ওয়ার্ড উলামা দলের সভাপতি আবুল ফজল, পিয়ারপুর শাহীদা খায়ের উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কামরুন নাহার, শিক্ষক সিরাজুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, সদর উপজেলা বিএনপির সদস্য ও ৫ নং ইটাইল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আনোয়ার হোসেন একজন ক্লিন ইমেজের নেতা। একটি কুচক্রীমহল তাকে হেয় প্রতিপন্ন করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। যার কোন ভিত্তি নাই।
তারা আরও বলেন, বিএনপি নেতা আনোয়ার হোসেনের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে যে বা যারাই এসব অপপ্রচার চালাচ্ছে সময়মতো তাদের সঠিক জবাব দেওয়া হবে। এসময় মিথ্যা অপপ্রচারকারীদের শনাক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সুদৃষ্টি কামনা করেন বক্তারা।
এ বিষয়ে জানতে চাইলে সদর উপজেলা বিএনপির সদস্য ও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আনোয়ার হোসেন বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যা-বানোয়াট ও ভিত্তিহীন অভিযোগ করা হয়েছে। কোনো দুর্নীতির সাথে আমি সম্পৃক্ত না।
মানববন্ধন শেষে জাগরনী বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে উপস্থিত জনতা।