ওয়েজবোর্ড গঠন করে ছয় মাস পরপর শ্রমিকদের বেতন হালনাগাদ করতে হবে- এবি পার্টি

মোহাম্মদ মাইনুল ইসলাম ইমন গাজীপুর বিবিসি নিউজ ২৪
গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী শ্রমিকদের সম্মানে এবি পার্টির শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত
২৫ জুলাই ২০২৫ ইং শুক্রবার
বাংলাদেশের অর্থনীতি যারা সচল রাখেন সেই সমস্ত শ্রমজীবী ভাইবোনদের ন্যায্য অধিকার ও নিরাপত্তা সরকারকে নিশ্চিত করতে হবে। দ্রব্যমূল্য ও ডলারের দামের উপর ভিত্তি করে তাদের ন্যায্য বেতন, ভাতা ও বোনাস পরিশোধের উদ্যোগ নিতে হবে। ওয়েজবোর্ড গঠন করে ছয় মাস পরপর শ্রমিকদের বেতন হালনাগাদ করার দাবি জানিয়ে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, শ্রমিকদের বেতন ভাতা ও ব্যবসায়ীদের নিরাপত্তা না দিতে পারলে দেশকে এগিয়ে নেয়া সম্ভব নয়। আজ গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী শ্রমিকদের সম্মানে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) আয়োজিত এক শ্রমিক সমাবেশে তিনি এই বক্তব্য রাখেন। এবি পার্টি গাজীপুর মহানগর আহবায়ক ইঞ্জিনিয়ার আলমগীর হোসেনের সভাপতিত্বে ও যুবপার্টি গাজীপুর শাখার সদস্য সচিব সুলতানা রাজিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা, আনোয়ার সাদাত টুটুল, বিদ্যুৎ ও জ্বালানি সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ লোকমান, এবি যুবপার্টির সদস্য সচিব হাদিউজ্জামান খোকন ও শ্রম বিষয়ক সম্পাদক শাহ আব্দুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার ফুয়াদ আরও বলেন, চৌদ্দশত শহীদের রক্তের উপর দাড়িয়ে স্বৈরাচারী হাসিনার পতন হয়েছে। গুম, খুন, সন্ত্রাস চাঁদাবাজি, অর্থ পাচার, ব্যাংক লুট করে আওয়ামীলীগকে দেশ ছাড়তে হয়েছে। এখন আবার নতুন করে অনেকেই আওয়ামীলীগ ও তার দোসরদের পুনর্বাসন প্রক্রিয়া নিয়ে ব্যাস্ত। দেশজুড়ে চাঁদাবাজি, টেন্ডারবাজী, ঝুটব্যবসা করে ব্যবসায়ী ও শ্রমিক ভাই বোনদের জীবন অতিষ্ঠ করে তুলেছে। আমরা এবি পার্টির পক্ষ থেকে সকলের উদ্দেশ্যে বলতে চাই, হাজারো শহীদের রক্তের সাথে যারা বেঈমানী করবে, ব্যবসায়ীদের নিরাপত্তা, শ্রমিক ভাই বোনদের নিরাপত্তা যারা বিঘ্নিত করবে তাদের পরিনতিও শেখ হাসিনা ও আওয়ামীলীগের মতো হবে।
বিশেষ অতিথির বক্তব্যে অ্যাডভোকেট রানা বলেন, গাজীপুর বাংলাদেশের প্রধান শ্রমিক অধ্যুসিত এলাকা। যাদের শ্রম আর ঘামে বাংলাদেশের অর্থনীতি দাড়িয়ে আছে। তাদের বেতন ভাতা সরকার ও ব্যবসায়ীরা নিশ্চিত করতে পরেনি। আমাদের পার্টি অফিসের পাশে শ্রমিক ভবনে প্রতিনিয়ত বেতন ভাতার আন্দোলন চলতে থাকে। তিনি সরকারকে শ্রমিকদের ন্যায্য দাবি বাস্তবায়নে আন্তরিক ভুমিকা রাখার আহবান জানান।
আনোয়ার সাদাত টুটুল বলেন, আজ অনেকেই রাস্তা ঘাটের চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দখল বানিজ্য করছেন। আমরা প্রশ্ন করতে চাই, পনের বছর আপনারা কোথায় ছিলেন? আপনাদের এই শক্তির বাহাদুরি এতদিন জনগণ দেখলোনা কেন? তিনি সরকারকে উদ্দেশ্য করে বলেন, এক বছর চলে গেলো। ঐক্যমত কমিশনের নামে মাসের পর মাস মিটিং চলছে, কিন্তু জনগণ কি পেল? রাস্তায় মানুষ নিরাপদ নয়, যত্রতত্র হামলা, বিশৃঙ্খলা চলছে। আওয়ামী পান্ডারা দেশের সর্বত্র এখনো ফ্যাসীবাদের তাবেদারী করে চলেছে। এই পরিস্থিতিতে কিভাবে একটি নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন সম্ভব। তিনি অবিলম্বে সরকারকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় কঠোর হওয়ার আহবান জানান।
সভাপতির বক্তব্যে ইঞ্জিনিয়ার আলমগীর বলেন, আমরা শ্রমিকদের সম্মানে সমাবেশ করছি। তাদের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। তিনি উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান।
শ্রমিক সমাবেশে আরও উপস্থিত ছিলেন, এবি পার্টির সহকারী সাংগঠনিক সম্পাদক (ঢাকা) শাহজাহান ব্যাপারী, এবি যুবপার্টি গাজীপুর মহানগর আহবায়ক মাসুদ জমাদ্দার রানা, শহীদ নাফিসার পিতা আবুল হোসেন, কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক এনামুল হক, সহকারী নারী বিষয়ক সম্পাদক শাহীনুর আক্তার শীলা, শ্রম বিষয়ক সম্পাদক আজিজা সুলতানা, এবি পার্টি নেত্রকোনা জেলার আহ্বায়ক তারেক রহমান ফয়সাল ,সহকারী প্রচার সম্পাদক আজাদুল ইসলাম সহ কেন্দ্রীয়, শ্রমিক বিভাগ, গাজীপুর মহানগর ও জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।